NewsAlert মহাকুম্ভের জলে ব্যাকটেরিয়ার রিপোর্ট খারিজ করলো যোগী আদিত্যনাথ

HnExpress ওয়েবডেক্স নিউজ, এলাহাবাদ ঃ প্রয়াগরাজে (Proyagraj) কুম্ভের জল সম্পূর্ণ শুদ্ধ। জলে দূষণ রয়েছে এই রিপোর্টের তথ্যকে উড়িয়ে দিয়ে, তা সম্পূর্ণ শুদ্ধ জল বলে উত্তরপ্রদেশের বিধানসভায় দাবি করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সম্প্রতি এক রিপোর্টে উঠে আসে যে প্রয়াগরাজে সঙ্গমস্থলের জলে বিপজ্জনক ব্যাকটেরিয়া ছড়িয়ে পরেছে।
তাতে ভয়ানক মাত্রায় মারাত্মক ব্যাকটেরিয়া ‘ফিকাল কলিফর্ম’ (ficle coliform) এর উপস্থিতি রয়েছে বলে দাবিও করা হয়। তবে সেই দাবি সম্পূর্ণ খারিজ করে মুখ্যমন্ত্রী বলেন, শুধু স্নানের জন্যই নয়, সঙ্গমস্থলের জল পানের জন্যেও স্বাস্থ্যকর। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) প্রশাসনের দাবি, মহাকুম্ভে গত এক মাসে স্নান করেছেন ৫০ কোটিরও বেশি মানুষ। এখনও প্রতিদিন পুণ্যস্নানের উদ্দেশে বিভিন্ন রাজ্য থেকে প্রয়াগরাজে যাচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।
ঠিক এই অবস্থায় শোরগোল ফেলেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে যে, প্রয়াগরাজ এর মহাকুম্ভের জলে মাত্রাতিরিক্ত পরিমাণে রয়েছে কলিফর্ম ব্যাকটেরিয়া (Coliform Bacteria)। রোজ এত সংখ্যক মানুষ একসঙ্গে সেখানে স্নান করায় বাড়ছে ব্যাকটেরিয়ার ঘনত্ব। রিপোর্ট বের হতেই ব্যাপক শোরগোল পরে যায়। এ বিষয় স্বপেক্ষে যুক্তি দিয়ে যোগী বলেন, ‘এ জল শুধু স্নান নয়, পানেরও যোগ্য।’