April 27, 2025

মহিলাদের আত্মরক্ষার ট্রেনিং এখন জলপাইগুড়িতেও

0
Advertisements

HnExpress অরুন কুমার, জলপাইগুড়ি ঃ বর্তমান সমাজে মহিলাদের আত্মরক্ষার কৌশল জানা প্রয়োজন সকলেরই ,আর এই আত্মরক্ষার আধুনিক কৌশল শেখার জন্য ৫-৫৫ বছরের শিশু, কিশোর, যুবক-যুবতী ও মধ্য বয়সী সকলের কাছে সুযোগ নিয়ে এসেছে আশিহারা ক্যারাটে ইন্টারন্যাশনাল সংস্থা। ১৯-র ২১সে জুলাই ,অগ্রসেন ভবনে এই প্রশিক্ষন চলে, দেওয়া হয় শংসাপত্রও।

এদিন প্রশিক্ষন দেন ভারত বিখ্যাত ক্যারাটে প্রশিক্ষক ড: গৌতম কুমার ভারতী এবং ব্ল্যাক বেল্ট খুশবু আগরওয়াল সহ অনেকেই। এই সংস্থা পরপর তিন বছর ধরে মহিলাদের নিয়ে আত্মরক্ষার কৌশল ও প্রশিক্ষণের কাজ করে চলেছে। রবিবার প্রতিযোগীদের শংসাপত্র দেওয়ার পাশাপাশি বিহার, ঝাড়খন্ড, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং পঞ্জাব থেকে আসে ৭৫ জন অংশগ্রহণকারী।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

তাদের হাতে শংসা পত্র তুলে দেন ডঃ গৌতম ভারতী, জলপাইগুড়ি মারওয়ারী যুব মঞ্চের সচিব আদিত্য শিতানি, সুপ্রিয় চন্দ, বিভিন্ন ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণ শেষে প্রশিক্ষণ প্রাপ্তরা তাদের আত্মরক্ষার কৌশল তুলে ধরেন।

Advertisements

Leave a Reply