গৃহ সম্পর্ক অভিযানে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত
HnExpress অরূপ অধিকারী, গাইঘাটা ঃ আসন্ন বিধানসভা নির্বাচনের মুখেই কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গত শুক্রবার উত্তর ২৪ পরগনার জেলা অন্তর্গত গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগর চিকন পাড়া, সুকান্তপল্লী, পারুইপাড়া সহ বিভিন্ন গ্রামে গৃহ সম্পর্ক অভিযানে অংশ গ্রহণ করেন। এদিন সাধারণ মানুষের বাড়ি বাড়িতে ঢুকে কথাও বলেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিভিন্ন ধরনের যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী।
এদিন চিকন পাড়া থেকে ঠাকুরনগর প্রায় এক কিলোমিটার রাস্তার পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এরপর ঠাকুরনগর একটি অনুষ্ঠান গৃহে বিজেপি কর্মীদের সাথে বৈঠকে মিলিত হন। সেখান থেকে দুটো নাগাদ মতুয়া সম্প্রদায় ভক্ত প্রদীপ বিশ্বাসের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সারেন। সেখান থেকে বিকাল চারটে নাগাদ গাইঘাটা চাঁদপাড়া বাজারে চা পে চর্চায় অনুষ্ঠানেও অংশগ্রহণ করার কথা।