December 11, 2024

করোনা আবহে চলতি মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা

0
1619857721354.jpeg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র তালিকা অনুযায়ী, চলতি মাসে করোনা আবহে গোটা দেশ জুড়ে ১২ দিন বন্ধ থাকবে সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্ক পরিষেবা। কেন্দ্রীয় ব্যাঙ্কের ক্যালেন্ডারে জাতীয় ছুটির রাজ্যভিত্তিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মে মাসে প্রায় ১২ দিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকার কথা উল্লেখ করা হয়েছে।

সরকারি নিয়মানুযায়ী, ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং চারটি রবিবার বন্ধ থাকে। তবে রাজ্যে বিশেষ ছুটির দিনে পরিবর্তন দেখা যায়। নির্দিষ্টি রাজ্যের অনুষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র সেই রাজ্যেই ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকে, অন্য রাজ্যে তার প্রভাব পড়ে না। কিন্তু জাতীয় ছুটির ক্ষেত্রে সারা দেশেরই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকে। এক নজরে মে মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা নিম্নরূপ—

১লা মে শনিবার, শ্রমিক দিবস।

২রা মে রবিবার, সাপ্তাহিক ছুটি।

৭ই মে শুক্রবার, জামাত-উল-ভিদা।

৮ই মে শনিবার, সাপ্তাহিক ছুটি।

৯ই মে রবিবার, সাপ্তাহিক ছুটি।

১৪ই মে শুক্রবার, অক্ষয়তৃতীয়া।

১৩রা মে বৃহস্পতিবার, ইদ্-উল-ফিতর।

১৬ই মে রবিবার, সাপ্তাহিক ছুটি।

২২শে মে শনিবার, সাপ্তাহিক ছুটি।

২৬শে মে বুধবার, বুদ্ধপূর্ণিমা।

৩০শে মে রবিবার, সাপ্তাহিক ছুটি।

এই দিনগুলি ছাড়া বাকি সব দিনগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিকই থাকবে। তবে করোনা আবহে নির্দিষ্ট সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্যানিটাইজারের মাধ্যমে তা পালন করা হবে।

Advertisements

Leave a Reply