ভুপালে অনুষ্ঠিত ১২তম সর্ব ভারতীয় পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জয়ের মুকুট এনে দিল কলকাতা পুলিশের দুই মহিলা আইপিএস
HnExpress ১১ই ফেব্রুয়ারী, ওয়েবডেক্স নিউজ ঃ সম্প্রতি ভুপালে অনুষ্ঠিত হল সেন্ট্রাল অ্যাকাডেমি অফ পুলিশ ট্রেনিংয়ের ১২তম সর্ব ভারতীয় পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আর চ্যাম্পিয়নশীপে জয়ের মুকুট এনে দিল কলকাতা পুলিশের দুই মহিলা আইপিএস অফিসার।
০৩ ফেব্রুয়ারী থেকে ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন সারা দেশের বিভিন্ন রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর এবং সমস্ত সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধিগণ।
পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর ১ম ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার ভাবনা গুপ্তা, আইপিএস অফিসার এবং কলকাতা পুলিশের এসটিএফ -এর ডেপুটি কমিশনার অপরাজিতা রাই, আইপিএস অফিসার।
আর মহিলাদের ‘সিঙ্গলস’ বিভাগে বিজয়ী হয়েছেন আইপিএস ভাবনা গুপ্তা এবং তিনি ভারতকে এনে দিয়েছেন স্বর্ণ পদক। ও রানার আপ হয়ে রৌপ্য পদক নিশ্চিত করেছেন আইপিএস অপরাজিতা রাই।
তথ্যসূত্র ও চিত্র ঃ কলকাতা পুলিশ ফাইল।