June 17, 2025

দার্জিলিং পাহাড়ে আচমকা ধ্বসে চাপা পড়ে মৃত দুই ব্যাক্তি

0
Advertisements

HnExpress অরুণ কুমার, শিলিগুড়ি ঃ উত্তরবঙ্গে লাগাতার বর্ষনের জেরে দার্জিলিং পাহাড়ে আচমকাই ধ্বস নামার ফলে একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে গত রবিবার রাতে। দার্জিলিং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সুখিয়াপোখরি থানার পুবং ফাটক পাহাড়ি গ্রামে আচমকাই এই ধ্বসের ঘটনাটি ঘটেছে।

মৃত দুজনের নাম কুমার লোপচান (৬০) এবং বলকুমারী লোপচান(৫৭)। পুলিশ খবর পেয়েই ফায়ার ব্রিগেডের সহায়তায় ধ্বস বিধ্বস্ত জায়গা থেকে এদের মৃতদেহ উদ্ধার করে দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার এদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। সুত্র থেকে জানা গিয়েছে মৃত দুজনেই স্বামী-স্ত্রী ছিল। এদের দুই ছেলে কর্ম সূত্রে বাইরে থাকে, তাদেরকে খবর দেওয়া হয়েছে।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

Advertisements

Leave a Reply