April 27, 2025

পথ দুর্ঘটনায় মৃত দুই পরিবারের পাশে দাঁড়ালেন দুই তৃনমূল বিধায়ক

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদারেল ও পথ দুর্ঘটনায় মৃত দুই পরিবারের পাশে দাঁড়ালেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন। আজ রবিবার মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার ওই দুই পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনার পাশাপশি সরকারি ভাবে সব রকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর ২নং ব্লকের মশলদহ এলকার রাজেন পরিহারের নাতনি আরোহী পরিহার (৮) রেল লাইন পারাপার হওয়ার সময় রেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। আর সেই একই দিনে হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের বাসিন্দা সাহালম আলি ওরফে আবুয়া (৩০) বাইক নিয়ে মাখনার চারা রোপণের কাজে বের হয়।



আর যাওয়ার পথে তুলসিহাটা-কুশিদা রাজ্য সড়কের কুস্তরিয়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। এই দুটি পৃথক কিন্তু মর্মান্তিক দূর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। এদিন উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদের শিশু ও নারী ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন ও যুব সভাপতি জিয়াউর রহমান সহ স্থানীয় তৃণমূল কর্মীরা।

Advertisements

Leave a Reply