তৃণমূল ধসে একের পর এক পদত্যাগ, কিন্তু কেন?

HnExpress ১৮ই ডিসেম্বর, সুমন্ত দাস কলকাতা ঃ তৃণমূল ধসে একের পর এক পদত্যাগ, কিন্তু কেন? প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জীর হাতে তৈরী তারই স্বপ্নের একটি রাজনৈতিক দল। তবে তৃণমূলকে শুধু দলই মনে করেন না সুপ্রিমো, তাঁর কাছে এই দল একটা পরিবারও বটে। অনেক সংগ্রাম করে তবেই ২০১১ সালে বাংলার মসনদ দখল করেন মমতা ব্যানার্জী। মসনদে তাঁর ক্ষমতায় আসার পিছনে বিগত দিনের সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিল, তা কিন্তু বলাই বাহুল্য।
সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই দলের সেকেন্ড ইন কমাণ্ড সারদাকান্ডে অভিযুক্ত মুকুল রায়ের বিদ্রোহ এবং তাঁর দলত্যাগে দলের ফলে অন্দরে ভাঙনের প্রথম চোরা স্রোত বইয়ে দিল। তারপর থেকে যেন কোনো কিছুই ঠিক চলছে না দলের মধ্যে, এমনটাই দাবি দলীয় নেতা-কর্মী সমর্থকদের। ২০১৯ লোকসভা ভোটে ভরাডুবীর পর থেকে দলের একটা অংশ দলের প্রতিই বিদ্রোহ শুরু করল। তার কারন হিসাবে উঠে আসছে দলের প্রতি বহিরাগত প্রশান্ত কিশোরের ভূমিকাকে কেন্দ্র করে।
রাজনৈতিক মহলের ধারণা, দল এতটা পিকে নির্ভরশীল হয়ে উঠছে যেটা অনেক পুরনো কর্মী, সমর্থকরা মেনে নিতে পারেনি। আর তাই বোধহয় মুকুল বিদায়ের পরে শুভেন্দু, শীলভদ্র, জিতেন্দ্র বা শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো পুরনো নেতা-কর্মীরা বিদ্রোহী হয়ে দলত্যাগের পথে পা বাড়িয়ে আছে, এমনটাই মনে করছেন বাংলার রাজনৈতিক ওয়াকিবহাল মহল। এখন প্রশ্ন হল, যারা দলত্যাগ করছেন তাদের একটাই বক্তব্য, যে তাঁরা কাজের সুযোগ পাননি।
- Bigupdate উতপ্ত মুর্শিদাবাদ, জলের ট্যাংকে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগBigupdate উতপ্ত মুর্শিদাবাদ, জলের ট্যাংকে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ। শয়ে শয়ে মানুষ মুর্শিদাবাদ থেকে…
- বারাসাতের নারায়ণা হাসপাতালকে “এক্সেলেন্স ইন এমার্জেন্সি সার্ভিসেস অ্যাওয়ার্ডে” ভূষিত করা হলো‘এক্সেলেন্স ইন হেলথকেয়ার ২০২৫-এর ইভেন্টে’ পশ্চিমবঙ্গের একমাত্র স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে এই “এক্সেলেন্স ইন এমার্জেন্সি সার্ভিসেস…
- ফের লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ১ আহত ৭HnExpress নিজস্ব প্রতিনিধি, ওড়িশা : ফের সেই ওড়িশায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন। এদিন হঠাৎই বেলাইন হয়ে…
- BREAKING দোলতলায় L238 বাসের সাথে Hydra ক্রেনের ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ৩HnExpress নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম ঃ এদিন বিকাল নাগাদ মধ্যমগ্রামের দোলতলা (Doltala, Madhyamgram) পুলিশ লাইনের কাছ…
- বারাসাতের নারায়ণা হাসপাতালের ১১তম বার্ষিকী উপলক্ষে পালিত হলো বিনামূল্যে ইসিজি ও চিকিৎসকের পরামর্শ প্রদান অনুষ্ঠানHnExpress ১৫ই মার্চ নিজস্ব প্রতিনিধি, বারাসাত : বারাসাতের নারায়ণা হাসপাতাল (Narayana Hospital, Barasat) তাঁদের ১১তম…
কিন্তু এই যুক্তিতক্কোকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বা রাজনৈতিক বিশ্লেষকেরা মানতে নারাজ। তাদের দলত্যাগীদের প্রতি পাল্টা প্রশ্ন, এতদিন যদি দলে কাজ করার সুযোগই না পান, তবে পদ অলংকৃত করে বসে ছিলেন কেন? আর হঠাৎ ভোটের মুখেই কেনবা বিদ্রোহ ঘোষনা করছেন?এক্ষেত্রে হাই নিউজের অর্ন্তঃতদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে দলত্যাগীদের অনেকের নামেই সারদা বা নারদা কেলেঙ্কারির অভিযোগ আছে। তাই হয়তো সেই কেলেঙ্কারি থেকে বাঁচতে বিজেপিতে যোগদান করছেন তাঁরা।

যেকোনো ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে—
আর এই তথ্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন। আবার অন্যদিকে দলত্যাগীরা দিদির একনায়কতান্ত্রিক শাসনস্বরূপ ভাইপো প্রীতিকে দুষছেন। বিধানসভা ভোটের আগে শুভেন্দু বা জিতেন্দ্র দলত্যাগে দলের কোন ক্ষতি হবে না। যদিও এটা মুখে বললেও তৃণমূল নেতৃত্বরা জানে মেদিনীপুর বা আসানসোলে দলত্যাগীদের ঠিক কতটা প্রভাব। সবশেষে একটাই কথা, আগামী শনিবার শুভেন্দু-জিতেন্দ্র যদি বিজেপিতেই যোগদান করেন, তবে বিজেপি কতটা লাভবান হবে আর তৃণমূল কি হারাবে? সেটার উত্তর খুঁজতে আপনাকে আগামী বিধানসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবেই!