December 9, 2024

বিজেপি করার অপরাধে দলীয় কর্মীর জমিতে ট্রাক্টর চালিয়ে ধান নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
Img 20200211 Wa0000.jpg
Advertisements

HnExpress ১০ই ফেব্রুয়ারী, সৌভিক সিংহ রায়, তুফানগঞ্জ : তুফানগঞ্জের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চুলকানির বাজার সংলগ্ন এলাকায় বিজেপি করার অপরাধে দলীয় কর্মী কাজি রাহুল হোসেনের জমিতে ট্রাক্টর চালিয়ে ধান চাষ নষ্ট করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এই ঘটনায় আজ ওই এলাকায় পরিদর্শনে যান বিজেপির রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জী ও কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা।
কিন্তু অভিযোগ, সেই সময়েও তাদের গাড়িতে হামলা চালায় তৃনমূলের লোকজন।

এই ঘটনার প্রতিবাদে তুফানগঞ্জের চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও তৃণমূল জেলা সহ সভাপতি জলিল আহমেদ সমস্ত অভিযোগই অস্বীকার করেছে।

 

Advertisements

Leave a Reply