June 13, 2025

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমাজবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা ঃ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই সুত্র ধরেই গতকাল সারা জেলা জুড়ে নানাবিধ কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। আর এই দিনটিতে বৃক্ষরোপণে শামিল হল নিউবারাকপুর সমাজবন্ধু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যগণ। বুধবার সকালে পুর এলাকার বিভিন্ন উদ্যানে ভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করলেন স্বেচ্ছাসেবী সংস্হার সদস্যরা ও স্হানীয় বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক।

If U like publish any type of Advertisements, Plz contact Us

কৃষ্ণচূড়া, মেহগনী, অর্জুন, টগর, নীলজবার মতোন বিভিন্ন চারাগাছ রোপন করা হয় এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে। সংগঠনের পক্ষে অভি ভৌমিক, সুষ্মিত ঘোষ, শ্রমণ ঘোষ জানালেন, এই সংগঠনের পথচলা শুরু ২০১৫ সালে। অসহায় মানুষের সেবার উদ্দেশ্যে পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতেই বিভিন্ন স্কুল কলেজ ও পড়ুয়াদের নিয়ে সন্মিলিত ভাবে সমাজবন্ধুর সংগঠনের পথচলা।

এরই পাশাপাশি সমাজ সচেতনতার প্রসারে সদস্যদের উপস্হিতিতে এই ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। সংগঠনের অন্যতম স্হানীয় কলোনী বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস বললেন পরিবেশ রক্ষা করাটা সত্যিই কোনও একটি দিনের বিষয় হতে পারে না। এই ব্যাপারে সচেতন থাকাটা হল প্রতিটি মুহুর্তের অনুভূতি ও সজাগ চেতনা। পরিবেশের বর্তমানে মারাত্মক দুষণে বিপন্ন হতে বসেছে জীবজগৎ, ফলে বাড়ছে রোগব্যাধির প্রকোপও।

তাই পরিবেশ রক্ষায় বা তার উন্নতিসাধনে যে আন্তরিকতার দরকার তার অভাব স্পষ্টত দেখাই যাচ্ছে। প্রচুর সচেতনতার অভাব আছে আজকের নাগরিকদের মধ্যে। তবে এই বিশ্ব উষ্ণায়নের ব্যাপারে এখনই সচেতন নাহলে একদিন হয়তো ধ্বংসের মুখে পড়বে পৃথিবী।

তাই বিশ্ব পরিবেশ দিবস পালনের এই বিষয়টি শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা প্রসারিত হোক প্রতি দিনই। পরিবেশ রক্ষার চেতনা বৃদ্ধি নাহলে যে সুস্হভাবে বেঁচে থাকার কোনও উপায় নেই। পরিবেশ দূষণ হবে এমন কোনো কাজই আমরা করব না, এটাই হোক বিশ্ব পরিবেশ দিবসের মূল অঙ্গীকার।

Advertisements

Leave a Reply