NewsAlert নাবালকের গোপনাঙ্গ স্পর্শ, যৌন হেনস্তার অভিযোগ কৈখালীর এক ফুচকাওয়ালার—

Crime Alert : দিনের পর দিন গোটা রাজ্য জুরে অরাজকতা আর অপরাধের মাত্রা যেন বেড়েই চলেছে। প্রতিদিনই খবরের শিরোনামে থাকছে কোনো না কোনো ন্যাক্কারজনক অপরাধমূলক ঘটনা। আর তিলোত্তমা অবিচারের পর থেকেই রাজ্যে একের পর এক ধর্ষণ থেকে খুন, চুরি, ডাকাতির যেন বাড়বাড়ন্ত। মহিলা, নাবালিকা থেকে শুরু করে নাবালকেও প্রতহ্য যৌন হেনস্তার শিকার হতে হচ্ছে, প্রশাসন কেন নিরব! কোথায় দেশের সংবিধান, আইন? উঠছে আইনের অসফলতা নিয়ে হাজারো প্রশ্ন!
HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, কলকাতা ঃ আবাসনের শৌচালয়ে নিয়ে গিয়ে নাবালককে যৌন হেনস্তার (Molestation) অভিযোগ দায়ের করা হয়েছে কৈখালীর (Koikhali) এক ফুচকাওয়ালার বিরুদ্ধে। বুধবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে বাগুইআটি থানার অন্তর্গত কৈখালি এলাকায়। ইতিমধ্যেই পকসো ধারায় (Pocso Act) মামলা রুজু করা হয়েছে, খোঁজ চলছে অভিযুক্তের, এমনটাই জানিয়ে থানার তদন্তকারী দল।
সুত্রের খবর অনুযায়ী, গতকাল সন্ধ্যায় কৈখালির হাউজিং কমপ্লেক্স পিএস ম্যাগনামের (PS Magnum, Housing Complex) কাছে বছর কুড়ির এক ফুচকাওয়ালা রাহুলচন্দ্র বংশীর কাছে ফুচকা কিনতে গিয়েছিল ১৩ বছরের নাবালক। তখনই ওই কিশোরকে ভুলিয়েভালিয়ে ম্যাগনামের একতলার শৌচাগারে নিয়ে যায় রাহুলচন্দ্র। সেখানে তার প্যান্ট খুলে গোপনাঙ্গ স্পর্শ করে কিশোরের যৌন হেনস্তা (Molestation) করে বলে অভিযোগ পরিবারের।
এমনকী, রাহুল নামক ওই যুবকটি কিশোরের গোপনাঙ্গে (Private Part) নিজের লালা নিয়ে মাখিয়ে দেয় বলে পুলিশি অভিযোগে জানিয়েছেন নির্যাতিতর বাবা। তবে বিষয়টি যাতে কাউকে না বলা হয় এবং কিশোর যেন চিৎকার চেঁচামেচি না করে, তার জন্য সেই নাবালকে রীতিমতো মেরে ফেলার হুমকিও (threatening) দিয়েছিল ওই ফুচকাওয়ালা।
কিন্তু ভীত আতঙ্কিত নাবালক বাড়ি ফিরেই সম্পূর্ণ বিষয়টি খুলে বাড়ির অভিভাবকদের জানিয়ে দেয়। তারপর রাতেই বাগুইআটি থানায় (Baguiati Police Station) যুবকের বিরুদ্ধে পকসো আইনে লিখিত অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার। মেডিক্যাল পরীক্ষার জন্য আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরকে।
পকসো ধারায় (Pocso Act) মামলা রুজু করে অভিযুক্তের জোর কদমে খোঁজ শুরু করেছে পুলিশ। এরকম ন্যাক্কারজনক ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সহ স্থানীয় বাসিন্দারা ওই ঘৃণ্য বর্বরোচিত ফুচকাওয়ালার কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবী জানিয়েছে পুলিশ তথা আইনের কাছে।