আজ শেষ হলো কলকাতা পুলিশের বার্ষিক স্পোর্টসের সমাপ্তি অনুষ্ঠান

HnExpress ২০শে ফেব্রুয়ারী, ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ আজ আলিপুর বডিগার্ড লাইন্সে শেষ হল কলকাতা পুলিশের বার্ষিক স্পোর্টসের সমাপ্তি অনুষ্ঠান, যার শুভারম্ভ হয়েছিল গত ১৭ই ফেব্রুয়ারী।

এদিন প্রধান অতিথি হিসেবে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বীরেন্দ্র, নগরপাল অনুজ শর্মা সহ আরও বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে আয়োজিত হল এই বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান।

গত ১৭ই ফেব্রুয়ারী আলিপুরের বডিগার্ড লাইন্সে শুভারম্ভ হয়ে ছিল কলকাতা পুলিশের এই বার্ষিক স্পোর্টসের। যার উদ্বোধন করে ছিলেন মাননীয় নগরপাল অনুজ শর্মা। এদিনের অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দরা।

তথ্যসূত্র ও চিত্র ঃ কলকাতা পুলিশ।