July 19, 2025

মালি পাচঘরা থানার তৎপরতায় গ্রেফতার তিন টোটো চোর

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ টোটোর মালিকদের রাতদিনের ঘুম উড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াছিল এক দল টোটো চোর। আর তারই জলন্ত উদাহরণ হল, হাওড়ার মালি পাচঘরা থানায় তৎপরতায় অবশেষে ধরা পরল মহঃ জাহিদ, মহঃ ছট্টূ ও মহঃ শামিম নামে তিন টোটো চোর। উল্লেখ্য, গত ৮ই জুন ২০১৯ রাত ১১টা ১৫ মিঃ নাগাদ মালি পাচঘরা থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে যে স্থানিয় ছোটেলাল মিশ্রা রোডে জমায়েত হয়েছে কিছু দুস্কৃতী।

If U like publish any type of Advertisements, plz contact Us

আর সুত্র অনুযায়ী খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি বিশেষ দল রেইড করে সেই ছোটেলাল মিশ্রা রোডে। সেখানেই হাতে নাতে ধরা পরে এই তিন দুস্কৃতী। তাদের কাছ থেকেই উদ্ধার হয়ে একটি দেশি ওয়ান সাটার, এক রাউন্ড গুলি, একটি ভোজালি ও একটি লোহার রড। পুলিশ সুত্রে আরও জানা যায় যে, এই তিন যুবক শুধু টোটোই নয়, আরও বিভিন্ন ধরনের গাড়ি চুরির সাথেও যুক্ত বহুদিন যাবৎ।

Advertisements

Leave a Reply