March 21, 2025

মালদার ধর্ষণকাণ্ডে ইংরেজ বাজার আইসি সহ তিন পুলিশ আধিকারিককে তলব লালবাজারে

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, মালদা ঃ মালদার নাবালিকা ধর্ষণকাণ্ডে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনকে হাজিরের নির্দেশ। মালদার হেডকোয়ার্টারের ডিএসপি প্রশান্ত দেবনাথ ও ইংরেজবাজার থানার আই সি আশিষ দাস সহ দুই পুলিশ আধিকারিককে কলকাতার লালবাজারে জরুরি তলব করা হলো। ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা।



নির্মম সেই ধর্ষণকান্ডের তদন্তের অগ্রগতি নিয়ে আজই তাঁদের ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। সেখানে বিকেল চারটের সময় বৈঠক হয় বলে পুলিশ সূত্রের খবর। ইংরেজ বাজার ধর্ষণকান্ডে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করা হয়েছে। আর অপরাধীদের বিরুদ্ধে চার্জশিটও প্রস্তুত, এখন শুধু স্পেশাল কমিশনের নির্দেশ দিলেই তা পেশ করা হবে বলে জানা গেছে।

Advertisements

Leave a Reply