December 13, 2024

আলমবাজার মঠের উদ্যোগে বিরাট শোভাযাত্রা, পা মেলালেন হাজারো বিবেকানন্দ ভক্তবৃন্দ

0
Img 20210222 Wa0005.jpg
Advertisements

HnExpress সুমন্ত দাস, কলকাতা ঃ সুদুর আমেরিকার শিকাগো শহরের ধর্ম মহা সভায় বক্তৃতা দিয়ে দেশের নাম উজ্জল করে ১৯শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ জাহাজে করে বজবজে এসে উপস্থিত হন। তারপর সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদহ। শিয়ালদহ স্টেশনে এসে পৌছাতেই তাঁকে ঘিরে যুব সমাজের মধ‍্যে একটা উচ্ছাস দেখা যায়। বর্তমান সুরেন্দ্রনাথ কলেজের (রিপন কলেজ) ছাত্ররা তাঁকে গাড়ি করে কলেজে নিয়ে আসেন।

সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর পূর্বরেলের বজবজ থেকে শিয়ালদহ পযর্ন্ত এক বিশেষ ট্রেন চালানো হয়, এদিনও তার ব‍্যাতিক্রম ঘটেনি। ট্রেনটি শিয়ালদহ পৌছানোর পর সুসজ্জিত ট‍্যাবলো নিয়ে আলমবাজার মঠের উদ্যোগে এক পদযাত্রা বের হয়। এই মিছিলে হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

এরই পাশাপাশি আলমবাজার মঠের পক্ষ থেকে মঠের অধ‍্যক্ষ স্বামী সারদাত্মানন্দ মহারাজ উপস্থিত ছিলেন। মিছিল শেষ হয় বিকেল পাঁচটায় আলমবাজার মঠে এসে। সেখানে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক সভাও অনুষ্ঠিত হয় এদিন।

Advertisements

Leave a Reply