February 17, 2025

California WildFire ক্যালিফোর্নিয়ার দাবানলে হাজার হাজার স্থাপনা পুড়ে ছাই

0
Advertisements

HnExpress রাজ ঘোষাল, ওয়েবডেক্স নিউজ : ক্যালিফোর্নিয়ার (California) দাবানল নিয়ন্ত্রণে জলের সমস্যার বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত চেয়েছেন সেখানকার গভর্নর। ওদিকে দাবানল আক্রান্ত প্যাসিফিক প্যালিসেইডও ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ (curfew) জারি করা হয়েছে। আগুনের কারণে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস (Los Angeles) পুলিশ প্রধান ম্যাকডনেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, শুধু অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকেই অনুমতি দেওয়া হবে। এছাড়া যেসব অধিবাসীরা আক্রান্ত এলাকা ছেড়ে চলে গেছেন এই বিপজ্জনক পরিস্থিতির কারণে, এখনই তাদের না ফেরার অনুরোধ করেছেন তিনি।

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, পুলিশ ওইসব এলাকা থেকে কিছু ব্যক্তিকে আটক করলেও লুটপাটের জন্য কাউকে আটক করা হয়নি। এদিকে বাতাস আরও তীব্র হওয়ার পূর্বাভাস থাকায় দাবানলের (Rorest Fire) আগুন আবারো দূর দূরান্ত অব্দি ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

লস এঞ্জেলস সিটি মেয়ার কারেস ব্যস শহরের অধিবাসীদের তাদের কর্মকর্তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি আক্রান্ত এলাকা যতটা সম্ভব পরিদর্শন করবেন ও অধিবাসীদের সঙ্গে কথা বলবেন। প্রেসিডেন্ট জো বাইডেন (Joo Byden) দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

একই সঙ্গে তিনিও জানিয়েছেন যে, পুলিশ ওইসব এলাকা থেকে কিছু ব্যক্তিকে আটক করলেও লুটপাটের জন্য কাউকে আটক করা হয়নি। অভিনেত্রী জেনিফার গার্নার (Jennifer Garner) এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, দাবানলের ঘটনায় তিনি তার এক বন্ধুকে চিরতরে হারিয়েছেন।

“আমি আমার এক বন্ধুকে হারিয়েছি। তিনি সেখান থেকে সময় মত বেরিয়ে আসতে পারেননি,” এমএসএনবিসি (MSNBC) -কে বলেছেন তিনি। গার্নার পঁচিশ ধরে পালিসেইডস এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানিয়েছেন। সেখানে একটি চার্চ সহ বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

“নিজেকেই দোষী মনে হয়। আমি কী করতে পারি? কিভাবে সহায়তা করতে পারি?” বলছিলেন তিনি। লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের একজন ক্যাপ্টেন অ্যাডাম ভ্যান গার্পেন (Adam Van Garpen) বলেছেন দমকল বাহিনীর কিছু কর্মীর কাছে পর্যাপ্ত জল নেই আগুন নেভানোর কাজে।

“আমি এটা দেখেছি। এমন পরিস্থিতিতে আমরা যা করি তা হলো অন্য জায়গা থেকে জল এনে ট্যাংকে রাখি। তবে অবশ্যই এটা অগ্নিপ্রতিরোধ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে,” বলেছেন তিনি। তিনি আরও বলেন, দমকলকর্মী (Fire Brigade) হিসেবে তারা আশা করেন যে ফায়ার হাইড্রেন্টসগুলো ঠিক মতো কাজ করবে এবং তাতে জলের যথাযথ চাপ থাকবে।

ছবি ও তথ্যসূত্র : বিবিসি নিউজ।

Advertisements

Leave a Reply