“এবারে গোটা হাওড়া জ্বলবে”, বিজেপির ডাকা বনধের মিছিল আটকে দেওয়ায় পুলিশকে হুমকি দিল সাংসদ সৌমিত্র খাঁ,
HnExpress ২৯শে অক্টোবর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ বাগনানে গতকাল রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বিজেপি নেতার। তার জেরেই সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে ডাকা ১২ ঘন্টা বনধে্র মিছিল বাগনানে ঢোকার মুখেই আটকে দিল হাওড়া পুলিস। ফলে থানার সামনেই প্রায় হাজার খানেক বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখানো শুরু করে দেয়। গেট ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা চালানো হয় বলে পুলিশ সুত্রের অভিযোগ।
এরই সাথে স্থানীয় বিজেপির মহিলা মোর্চারাও সেখানে বিক্ষোভ দেখাতে থাকে। লাথি মেরে ফেলে দেওয়া হয় গার্ড রেল। এর জেরে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়, ফলে রাস্তায় রীতিমতো যানজটের সৃষ্টি হয়। যার দরুন দুর্ভোগের শিকার হতে হয়ে সাধারণ যাত্রীদের। যত সময় এগোতে থাকে, ততই কর্মী সমর্থকদের ভিড় যেন বেড়েই চলেছে। কারণ বনধ সফল করতে রীতিমতো বদ্ধপরিকর তারা।
এদিকে গোটা এলাকা জুড়ে পুলিসের ত্রিস্তরীয় নিরাপত্তাবলয় থাকা সত্ত্বেও এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন সৌমিত্র খাঁ বলেন, “আমাদের ছেলেদের কেন গ্রেফতার করা হল? কেন আমার ছেলেদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে? এবারে বাগনান সহ গোটা হাওড়া জেলা জ্বলবে। তুমুল বিক্ষোভে এদিন রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় হাওড়ার বাগনান এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামায় পুলিশ।