March 21, 2025

এবার ধর্ষণের শিকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আটক এক ছাত্রনেতা

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, যাদবপুর : ফের প্রশ্নের মুখে কুখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)৷ সেখানকার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ছাত্রনেতাকে৷ বেশ কয়েকদিন ধরেই যাদবপুর ক্যাম্পাসে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলছিল৷ যার তদন্তে নেমে যাদবপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখে দু’জনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে৷ তাঁদের মধ্যে একজনকে আজ উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের টিটাগড় এলাকা থেকে গ্রেফতার করা হয়৷

পুলিশ সূত্রে জানা গেছে যে, সিসিটিভি ফুটেজ দেখে আরও এক ছাত্রনেতাকে এই ঘৃণ্য ঘটনায় চিহ্নিত করা হয়েছে৷ তাঁর বাড়ি নৈহাটি (Naihati) এলাকায়৷ এই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রূপেশ কুমার সংবাদমাধ্যমকে জানান, “আজ ধৃতকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়, এরপর পরবর্তী তদন্ত শুরু করবে তাদের টিম৷”

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠরত ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ যে ঘটনায় সেখানকার এক ছাত্রনেতার বিরুদ্ধে যাদবপুর থানায় (Jadavpur Thana) লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ আর এই ঘৃণ্য ন্যাক্কারজনক বিষয় নিয়ে ক্যাম্পাসের মধ্যেই প্রতিবাদ বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা৷ এখন প্রশ্ন হচ্ছে কেন বার বার এই বিশ্ববিদ্যালয়ই কুখ্যাত হয়ে খবরের শিরোনামে চলে আসছে! এর বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না?

তবে পুলিশ সুত্রে জানা গেছে যে, এই পুরো ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ একটি অন্তর্বর্তী তদন্ত শুরু করেছে৷ কিন্তু, কর্তৃপক্ষের তরফে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কেউ কিছু বলতে চাননি৷ এমনকি ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে না বাইরে ঘটেছে, তাও এখন সঠিক ভাবে কিছু জানা যায়নি৷

উল্লেখ্য, এর আগেও বহুবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভিতরের বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে৷ তা সে ব়্যাগিংয়ের (Ragging) জেরে ছাত্রমৃত্যুই হোক বা রাজনৈতিক বিবাদ হোক৷ এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসামাজিক কাজকর্মের অভিযোগও উঠেছে বহুবার৷ এই সবের পরিপ্রেক্ষিতেই বহুবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর দাবিও ওঠে৷

কিন্তু, প্রতিবারই একাংশ পড়ুয়া তথা ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস (University Campus) চ্বতরে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে, এই দাবিতে বিরোধিতা করে তা বন্ধ রাখা হয়৷ পরবর্তী সময়ে কিছু কিছু জায়গায় কিছু সিসিটিভি ক্যামেরা বসানো হয় কর্তৃপক্ষ তরফে৷ আজ তার জেরেই ধর্ষণের ঘটনা সবার সামনে উঠে আসে এবং পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছে বলে দাবি অনেকের৷

Advertisements

Leave a Reply