এবার প্রথম ওমিক্রন হানা বাংলার মুর্শিদাবাদে —
HnExpress নিউজডেক্স, ব্যুরো রিপোর্ট ঃ এবারে বাংলায় হানা দিল ওমিক্রন। প্রথম ভার্ন ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল বাংলার মুর্শিদাবাদে। সুত্র অনুযায়ী জানা গেছে যে, মুর্শিদাবাদের ৭ বছরের এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট। গত ১০ই ডিসেম্বর শিশুটি তার পরিবারের সঙ্গে আবু ধাবি থেকে দেশে ফেরে। আর তারপরই টেস্ট করে সেই শিশুটির শরীরে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে রাজ্যবাসীর মনে।
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এই নয়া ভ্যারিয়েন্ট সর্বাধিক শিশুদেরকেই আক্রমণ করছে। বিশ্বস্ত সুত্রের খবর, আবু ধাবি থেকে বিমানে ফিরতি পথে ১০ তারিখ মধ্যরাতে হায়দ্রাবাদে নামতে হয়েছিল শিশুটির পরিবারকে। সেখানেই আরটি পিসিআর পরীক্ষার জন্য শিশুটির লালারস সংগ্রহ করা হয়। নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে ফেরায় শিশুটির জিনোম সিকোয়েন্সিংয় এর জন্য পাঠানো হয় লালারস।
অন্যদিকে আরটি পিসিআরের রিপোর্টে জানা যায়, শিশুটি কোভিড পজিটিভ। আর বুধবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট থেকে জানা গেছে যে, শিশুটি নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। করোনা আক্রান্ত অবস্থায় হায়দরাবাদ থেকে ১১ই ডিসেম্বর পরিবার সহ কলকাতায় ফেরে শিশুটি। সেখান থেকে বাড়ির গাড়ি করে মালদহে আসে তাঁরা। জানা গেছে, মুর্শিদাবাদ নিবাসী এই শিশুটি ও তার পরিবার এখন মালদহের কালিয়াচকে এক আত্মীয়ের বাড়িতেই আইসোলেশনে রয়েছে।
মৃদু উপসর্গও দেখা গেছে তার মধ্যে। আর এখানেই উঠেছে হাজারো প্রশ্ন, একজন কোভিড পজিটিভ কী করে সরকারি কড়া নিয়ম ভেঙে হায়দ্রাবাদ থেকে বিমানে ওঠে? এ প্রসঙ্গে মিডিয়াকে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন যে, কোনও কোভিড পজিটিভ রোগীই এভাবে বিমানে উঠতে পারে না। কিন্তু এটা যে কী করে ঘটল, তা স্পষ্ট নয় আমার কাছে। প্রয়োজনে কড়া তদন্ত করা হবে এ বিষয়।