BreakingNews এবারে ইএম বাইপাসের ধারে ভয়াবহ আগুন—


HnExpress ১৬ই ফেব্রুয়ারি ইন্দ্রাণী সেনগুপ্ত, কলকাতা ঃ শহরের চারিদিকে শুধু আগুন আর আগুন। কোথায় কখন কিভাবে বোঝার আগেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব কিছু। এবারে কলকাতার ইএম বাইপাসের (EM Bypass) ধারে ভয়াবহ আগুন। হটাৎই আগুন লাগে সেখানকার একটি গাড়ির গ্যারাজে। দাউ দাউ করে জ্বলে ওঠে আরও একাধিক গাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বাহিনী। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে, শনিবার আচমকাই বাইপাসের ধারে আরুপোতায় (Arupota) একটি গ্যারাজ থেকে কালো ধোঁয়ার কুন্ডলী বের হতে দেখেন সেখানে উপস্থিত অনেকেই। তারপর কাছে গেলেই তাঁরা দেখতে পান, গ্যারেজের গাড়িতে আগুন জ্বলছে। দ্রুত পর পর বেশ কয়েকটি গাড়িতে আগুন আরও ছড়িয়ে পড়ে। চারিদিকে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তবে দমকলকর্মীদের (Fire Brigade) তৎপরতায় ও প্রচেষ্টায় বেশ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফলে আর আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেই জানায় দমকল বাহিনী। সেই সঙ্গে আগুন লাগা মাত্রই আশেপাশের বাসিন্দাদের জিনিসপত্র সহ নিরাপদ দুরত্বে সরিয়ে দেওয়া হয়। ভয়ের কিছু নেই, পরিস্থিতি এখন আয়ত্তের মধ্যেই (Situation is Under Control)। গ্যারেজের জিনিস ছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে সুত্রের খবর। অগ্নিকাণ্ডে আহত হওয়ার কোনো খবর নেই।