July 20, 2025

Big Update এবার বিস্ফোরণ বারাসাতের সোনার দোকানে, আহত এক নাবালক সহ ৩ কর্মচারী

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : রাজ্য তথা দেশ চারিদিকে শুধু বিস্ফোরণ, হাহাকার আর ভয়াবহ অগ্নিকান্ড এখন খবরের শিরোনামে। এবারে বিস্ফোরণ (Explosion) ঘটেছে বারাসাতের সোনার দোকানে। সোনার দোকানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ এক নাবালক সহ ৩ কর্মচারী। এদের মধ্যে দু’জনের অবস্থা খুবই সঙ্কটজনক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের (Barasat) হরিতলা মোড়ে৷ ঘটনার জেরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বারাসাত এলাকা জুড়ে।

সূত্রের খবর, ঘটনার সময় এলপিজি-র (LPG Gas Cylinder) ছোট গ‍্যাস সিলিন্ডার দিয়ে ওই সোনার দোকানে চলছিল সোনা গলানোর কাজ ৷ সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। যার তীব্রতায় কেঁপে ওঠে ওই এলাকা৷ যেহেতু ওই এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ তাই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের ব‍্যবসায়ীরা৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার (Barasat Thana) পুলিশ। শুধুমাত্র সিলিন্ডার বিস্ফোরণ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।

এ নিয়ে স্থানীয় ব‍্যবসায়ীরা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে, বিষয়টি নিয়ে বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া (Pratikha Jhar khadiya, SP) বলেন,”সোনার দোকানে কাজ চলাকালীন গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি আমরা। যার মধ্যে একজন নাবালকও রয়েছে। তিন জনের মধ্যে দু’জনেরই অবস্থা গুরুতর। ওই সোনার দোকানে পর্যাপ্ত পরিকাঠামো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এক্ষেত্রে কারোর যদি কোন গাফিলতি থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

বারাসাতের এই সোনাপট্টির ব‍্যস্ততম এলাকাতেই এদিন রাতে একটি সোনার দোকানে আচমকা বিস্ফোরণ (Explosion) ঘটে। যার ফলে অগ্নিদগ্ধ হন অরিন্দম দাস, লিটন বারুলি সহ সোনার দোকানের এক নাবালক কর্মচারীও৷ বিকট শব্দ পেয়ে স্থানীয় ব‍্যবসায়ীরা এগিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগান৷ তাঁরাই গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় বারাসাত হাসপাতালে (Barasat Hospital)৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। দু’জনের আঘাত বেশ গুরুতর বলেই হাসপাতাল সূত্রে খবর। বিস্ফোরণে দোকানের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ জনবহুল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Advertisements

Leave a Reply