এবার করোনা নোভেল ভাইরাসে আক্রান্ত বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ এবার করোনা নোভেল ভাইরাসের মত মারণ রোগে আক্রান্ত হলেন বাংলার দাদা তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আলিপুরেরই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দাদাকে। হাসপাতাল সুত্রের খবর, গত দু’দিন ধরেই হাল্কা জ্বর ও সর্দি থাকায় চিকিৎসকের পরামর্শেই তিনি করোনা পরীক্ষা করতে দেন বলে জানা গেছে।
এরপর তাঁর থুতু পরীক্ষা করাতে পাঠালে তার রিপোর্ট করোনা পজেটিভ আসে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসা শুরু হয়। যদিও তাঁর চিকিৎসকরা জানিয়েছেন যে, দাদার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল৷ এরই পাশাপাশি তাঁর ওমিক্রন পরীক্ষার জন্যও সমস্ত নমুনা পাঠানো হয়েছে৷ রিপোর্ট পজিটিভ আসার পরই আর কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে করোনা সংক্রান্ত কোন উপসর্গই ছিল না তাঁর। যদিও গত কিছুদিন ধরে মহারাজ দেশ-বিদেশের নানা সফরে যাচ্ছিলেন। সর্বশেষ মুম্বইয়ে গিয়েছিলেন তিনি।