June 15, 2025

এবারে ভূমিকম্প আসামে, রিখটারের মাত্রা ছিল ৩.৪

0
Advertisements

যেকোনো ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। যোগাযোগ ঃ ৬২৮৯২৩৫০৭৬

HnExpress ৫ই ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি, আসাম ঃ এমনিতেই করোনা পরিস্থিতিতে জেরবার সারা দেশ, তার ওপরে ভূমিকম্প। অনেকটা সেই, “একা রামে রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর।” ৩রা ডিসেম্বর মধ্যরাতের পর আজ আবার কেঁপে উঠলো পূর্ব ভারত। এবারে ভূমিকম্প অনুভূত হয় আসামে, এদিন রিখটার স্কেলের মাত্রা ছিল ৩.৪।

বিশেষজ্ঞদের মতে আসামের তেজপুর এই ভূমিকম্পের উৎসস্থল। আজ সকাল ১০টা ৪৬ মিনিটে কেঁপে ওঠে সেই অঞ্চলটি। রিখটার স্কেলের গননা অনুযায়ী তাপমাত্রা ছিল ৩.৪। ক্ষয়ক্ষতির কথা এখনও জানা যায়নি। এর আগেও শুধুমাত্র ১৪ই জুল, ২০২০’তে কমপক্ষে ৫০টি ছোট-বড় ভূমিকম্প অনুভুত হয়। যার রিখটার স্কেলে সর্বনিম্ন তীব্রতা ছিল ২.৫ ও সর্বোচ্চ তীব্রতা ছিল ৫.৪।

এরপর ১৮ই জুন, ২০২০’তেও কেঁপে ওঠে দেশের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলি৷ আর আজ সকালে ফের ভুমিকম্প অনুভূত হলো আসামের তেজপুরের অঞ্চলে।

Advertisements

Leave a Reply