September 18, 2024

এবারে বিশাখাপত্তনমে কোবরা এক্সপ্রেস ট্রেন থেকে বেড়িয়ে আসছে আগুনের লেলিহান শিখা

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম : একের পর এক রেল দুর্ঘটনা। এবার ট্রেনে আগুন। বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেস ট্রেন থেকে বেড়িয়ে আসছে আগুনের লেলিহান শিখা। রবিবার সকালে বিশাখাপত্তম (Visakhapatnam) স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ট্রেনে তিনটি এসি কামরায় আগুন লেগেছে। কিন্তু ঠিক কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। সাদাকালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে স্টেশন। তৎপরতার সাথে আগুন নেভানোর চেষ্টা চলছে।

এদিন বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার পরই কোবরা এক্সপ্রেসে (Cobra Express) আগুন লাগে। পরপর বি৬, বি৭, এম১ কামরায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সাদাকালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিশাখাপত্তনম স্টেশন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের প্রতক্ষ্যদর্শী যাত্রীরা জানিয়েছেন, এদিন বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। আচমকাই ধোঁয়া উঠতে শুরু করে বি-৭ কোচে।

তা দেখে এই কোচে থাকা যাত্রীরা কোনও মতে বেরিয়ে যান। এরপরই কোচ থেকে আগুনের লেলিহান শিখা উঠতে শুরু করে। বিশাখাপত্তনম থেকে ট্রেনটির তিরুপতি (Tirupati) যাওয়ার কথা ছিল। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। তড়িঘড়ি যাত্রীদেরকে ট্রেন থেকে নামানো হয়। অগ্নিকাণ্ডের জেরে আপাতত এই ট্রেনটিকে বাতিল করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে রেল সুত্রের খবর। 

Advertisements

Leave a Reply