December 11, 2024

এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখ্যমন্ত্রীর মেজভাই অসীম বন্দ্যোপাধ্যায়

0
Image Editor Output Image1901824694 16211793260669180056796530808236.jpg
Advertisements

HnExpress অরুণ কুমার, কলকাতা ঃ দ্বিতীয় ঢেউ অব্যাহত, রাজ্যে বেড়েই চলেছে করোনার দাপট। আর সেই দাপটে কেড়ে নিল রাজ্যের মুখ্যমন্ত্রীর মেজ ভাইকেও। করোনায় আক্রান্ত হয়ে এবার প্রয়াত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। মাস খানেক ধরেই তাঁর চিকিত্‍সা চলছিল। এই সময়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

অসীম বন্দ্যোপাধ্যায়।

আজ শনিবার সকালে সেখানেই প্রয়াত হন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
উল্লেখ করা যেতেই পারে যে, মুখ্যমন্ত্রীর মেজো ভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় নামেই পরিচিত। পরিবারের তরফে জানা গেছে যে, মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতেই কোভিড প্রোটোকল মেনে শনিবার দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। কালীঘাটের একই বাড়িতেই থাকতেন মুখ্যমন্ত্রী ও অসীম বন্দ্যোপাধ্যায় পরিবার সহ।

Advertisements

Leave a Reply