February 15, 2025

এবারে করোনার গ্রাসে মৃত্যু এক বিরল প্রজাতির বাঘের, দুঃশ্চিন্তায় চিড়িয়াখানার কর্তৃপক্ষ

0
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ সম্প্রতি মারন ভাইরাস করোনার গ্রাস থেকে কিছুটা স্বস্তি পেয়েছিল বিশ্ববাসী। কিন্তু বর্তমানে আবারও করোনার বাড়বাড়ন্তে চিন্তার উদ্বেগ শুরু করেছে বিশ্ব তথা সারা দেশ জুড়েই। আর তারই মধ্যে সেই করোনায় সংক্রমিত হয়েই প্রাণ হারালো এক পূর্ণ বয়স্ক বিরল প্রজাতির বাঘ।



মৃত বাঘের বয়স হয়েছিল ১৪ বছর, অর্থাৎ পূর্ণবয়স্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োর কলম্বাস জু অ্যান্ড অ্যাকোয়ারিমের পক্ষ থেকে এই খবরটিকে নিশ্চিত করা হয়েছে। ১৪ বছরের জুপিটার ছিল রাশিয়ার আমুর টাইগাপ্রজাতির সদস্য।



বর্তমানে এই সব প্রজাতির বাঘ বিপন্ন প্রাণীদের তালিকায় রয়েছে। এদিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, গত বেশকিছু দিন ধরেই খুবই অসুস্থ ছিল জুপিটার। তারমধ্যেই করোনা সংক্রমণের জেরে নিউমোনিয়া হয় যায় তার।



আর তাতেই জুপিটারের প্রাণ গিয়েছে বলে জানা গেছে। এরপরই চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীদের দেখাশোনার সঙ্গে জড়িত কর্মীদের সঠিক করোনা বিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Advertisements

Leave a Reply