মর্মান্তিক হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ ১৩ জন যাত্রী


HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ এক মর্মান্তিক হেলিকপ্টার দূর্ঘটনায় প্রাণ হারালেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স এর স্টাফ বিপিন রাওয়াত সহ আরও ১৩ জন যাত্রী, যেখানে তাঁর স্ত্রীও বর্তমান ছিলেন বলে জানা গেছে। বুধবার বেলা ঠিক সাড়ে ১২টা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গল ও চা বাগানে বেষ্টিত অঞ্চলে আচমকাই ভেঙে পড়ে এই হেলিকপ্টারটি। অপ্রত্যাশিত এই কপ্টার দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের মধ্যে রাওয়াত সহ আরও দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ৮ কিলোমিটার দূরের একটি হাসপাতালে।

সুচিকিৎসা ব্যবস্থার জন্য তড়িঘড়ি তৈরি করা হয় একটি বিশেষ বিশেষজ্ঞ মেডিক্যাল টিম। কিন্তু সেই হাসপাতালেই গুরুতর আহত বিপিন রাওয়াতকে নিয়ে যাওয়ার পরেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমন অপ্রত্যাশিত মর্মান্তিক ঘটনায় ভারতমাতার কোল থেকে বীর সন্তানের প্রয়াণে গোটা দেশ জুড়ে বিরাজ করছে শোকের ছায়া।

এদিন বিকেলেই ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে যে, কপ্টারে উপস্থিত ১৪জনের মধ্যে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী-সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে এই দূর্ঘটনায়। আর এক জনের এখনও চিকিৎসা চলছে। যদিও আগেই খবর এসেছিল, ঘটনাস্থল থেকে একজন মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। পরে জানা যায়, সেই হেলিকপ্টরে মহিলা যাত্রী হিসাবে ছিলেন একমাত্র বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত।
