April 27, 2025

কোনও ডিভিশনেই কলকাতা ফুটবল লিগে অবনমন থাকছে না

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ কলকাতা ফুটবল লিগে অবনমন থাকছে না কোনও ডিভিশনেই। বৃহস্পতিবার আইএফএ এর গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফলে অনেক ক্লাবের দুশ্চিন্তা দূর হলো।


শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা।

তবে সহ সচিব নজরুলের একটি চিঠি নিয়ে প্রশ্ন উঠতেই চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, একজন পদাধিকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারেন না।



তাহলে তাঁকে পদ থেকে সরে গিয়ে কথা বলতে হবে। অন্যদিকে সভাপতি অজিত ব্যানার্জি বলেন, সব কিছু নিময় মেনেই কাজ করতে হয়। সচিব অনির্বাণ দত্ত স্পষ্ট বলেন, আশা করবো সবাইকে ফুটবলের স্বার্থে এক সঙ্গে কাজ করতে হবে। কোনও ব্যবধান থাকবে না।

শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

সহ সভাপতি সৌরভ পাল জানিয়ে দেন, ফুটবল ছাড়া অন্য কিছু বুঝি না। আবার গভর্নিং বডির সদস্য স্বপন ব্যানার্জি মতে, প্রতিষ্ঠানের বাইরে কারোর কোনো মূল্য নেই। আই এফ এ শেষ কথা। এস এন ইউ কী সরে দাঁড়াবে তা নিয়ে কিছুই স্পষ্ট নয় এখনও।



তবে পেট্রোন নিয়ে এস এন ইউ এর আচার্য্য সত্যম রায় চৌধুরীর নাম প্রস্তাব করা হলে তা নিয়ে ব্যাখ্যা চলে অনেক দূর। শেষ পর্যন্ত আচার্য্যকেই অনুরোধ করা হবে তাই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা।

Advertisements

Leave a Reply