মদ্যপ ইভটিজারদের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে জীবন দিয়ে দাম পরিশোধ করলো যুবতী

HnExpress নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : ফের বড়সড় প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা। দুর্গাপুরে ইভটিজারদের (Eveteaser) দৌরাত্মের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে নিজের জীবন দিয়ে মূল্য দিলো এক যুবতী। রাতের অন্ধকারে মহিলা ইভেন্ট সংস্থার কর্মীকে অশ্লীল ইঙ্গিত। অভিযোগ, মহিলার গাড়িকে ধাওয়া করা হয়। মদ্যপ (drunker) অবস্থায় থাকা দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে অসাবধানে উল্টে যায় মহিলার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় আহত বাকি দুই জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
সুত্রের খবর, মৃত মহিলার নাম সুতন্দ্রা চ্যাটার্জী (২৭)। বাড়ি চন্দননগর নাড়ুয়া (Chandannagar, Narua) রায় পাড়ায়। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ হুগলীর চন্দননগর থেকে গাড়ির চালক সহ আরও চারজন যাচ্ছিলেন গয়ার একটি অনুষ্ঠানে। দুর্গাপুরের (Durgapur) বুদবুদ এর একটি পেট্রল পাম্প থেকে তেল ভরে ১৯ নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই মহিলার গাড়িকে ধাওয়া করে একটি সাদা রঙের গাড়ি। অভিযোগ, মহিলা ইভেন্ট সংস্থার কর্মীকে দেখে নোংরা অশ্লীল ইঙ্গিত শুরু করে ওই গাড়িতে থাকা মদ্যপ ইভাটিজাররা। তাদের ভয়ে শেষে মহিলার গাড়িটি ঢুকে পড়ে পানাগড়ে (Panagarh)। তাতেও শেষ রক্ষা হলো না।
তারপরও ইভটিজারদের গাড়িটি ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা মহিলার গাড়িতে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। উল্টে যায় মহিলার গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা ইভেন্ট সংস্থার কর্মী সুতন্দ্রার। বাকি দু’জনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মহিলার গাড়ির চালক ও সহকর্মীর অভিযোগ, রাতের অন্ধকারে প্রথম বুদবুদে তাদের গাড়িকে ধাক্কা মারা হয়। এরপর শুরু হয় ম্যাডামকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত। ফের পানাগড়ে (Panagarh) এসে তাঁদের গাড়িকে ধাক্কা মারলে উল্টে যায় গাড়িটি।
ইতিমধ্যে ঘটনার তদন্তে শুরু করেছে কাঁকসা থানার পুলিস (Kanksha Police Station)। যদিও পুলিশের বক্তব্য তাদের কেউ ইভটিজিং করেনি। বরং মহিলার গাড়িটিই রেষারেষি করছিল সাদা গাড়ির সাথে। সিসিটিভি ফুটেজ থেকে নাকি এমনটাই তথ্য পেয়েছে তদন্তকারী দল। এখন প্রশ্ন, তাহলে সাদা গাড়িতে থাকা ব্যাক্তি গাড়ি ফেলে পালালো কেন? কেন এখনও তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেনি, বা পুলিশ কেন তাদের ধরতে পারেনি? তাহলে কি এই গাড়িতে থাকা কোনো ব্যাক্তি হেবিওয়েট কারোর সংস্পর্শে থাকে! তাই কি কেসের মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন আম জনতার?