March 21, 2025

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আইসিডিএস মহিলা কর্মীর উপর ‘অ্যাসিড’ ছুড়লেন যুবক

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার : কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার আক্রোশে এক মহিলার উপর ‘অ্যাসিড’ (Acid Attack) ছুড়লেন যুবক। অ্যাসিড হামলার পরই পলাতক অভিযুক্ত যুবক। এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপ (Sagardeep) এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আক্রান্তের শরীরের একাধিক জায়গা পুড়ে গিয়েছে বলে সুত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার (Sagar Thana) কৃষ্ণনগর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই মহিলা এলাকায় আইসিডিএস কর্মী পদে কাজ করেন। অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে ওই মহিলাকে বাপি মাইতি নামে তাঁরই এলাকারই এই অভিযুক্ত যুবক উত্ত্যক্ত করছিলেন। দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিলেও ওই মহিলা তাতে পাত্তা দেননি বলে দাবি। আর তাতেই আক্রোশ যেন বেড়ে যায় অভিযুক্তের।

তারই ফল স্বরূপ বাপি গতকাল কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় পিছু নেয় ওই মহিলার। পথে সাইকেল বিগড়ে গেলে একটি দোকানে সেটি সাড়ানোর জন্য যেই দাঁড়ান ওই মহিলাটি, সেই সময় বাপি পিছন থেকে তাঁর শরীর লক্ষ করে অ্যাসিড ছুড়ে মারে (Acid Attack)। অ্যাসিড হামলায় ওই মহিলার শরীরের বিভিন্ন অংশ তৎক্ষনাৎ পুড়ে যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকার কিছু মানুষ অভিযুক্তকে সঙ্গে সঙ্গে তাড়া করলেও ধরতে পারেনি।

এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতকের জোর তল্লাশি শুরু করেছে সাগর থানার পুলিশ। ওই মহিলাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে (Rudra Nagar Gramin Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মহিলার স্বামী। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে ভুগছেন চিকিৎসাধীন মহিলা।

Advertisements

Leave a Reply