December 11, 2024

ডোমকলের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির ফলে মৃত্যু হল মহিলার

0
Img 20190705 Wa0013.jpg
Advertisements

HnExpress বাবু মন্ডল, মুর্শিদাবাদ, ডোমকল : গতকাল মুর্শিদাবাদের ডোমকলের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতি ও ভুল পদ্ধতি অবলম্বন করায় মৃত্যু হল এক মহিলার। মৃতের পরিবার সূত্রের খবর, গতকাল ভগীরথপুর এলাকার বাসিন্দা মোমিনা বিবিকে গর্ভবতী অবস্থায় ভর্তি করা হয়েছিল ডোমকল এরই এক বেসরকারি হাসপাতালে। ভর্তির পর মোমিনা বিবি দেখে চিকিৎসক প্রথমে জানান যে, তিনি সুস্থ আছেন এবং নরমাল অবস্থায় প্রসব করানো সম্ভব হবে মোমিনা বিবির।

কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই হটাৎ আবার হাসপাতাল থেকে জানানো হয় যে তার সিজার করতে হবে। এমন অবস্থায় মৃতের পরিবারের লোকজনের পক্ষ থেকে জানানো হয় যেটা করলে ভালো হবে আপনারা সেটাই করুন।
আর তারপর থেকেই চলছিল ঔষধ, স্যালাইন সহ ইনজেকশন। এদিকে পরিবারের অভিযোগ, ডাক্তার বাবুরা আজ বৃহস্পতিবার সকাল ৮টায় প্রসবের সময় দিয়েছিল।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

কিন্তু সকাল ৭:৩০মিনিটে একটা ইনজেকশন দেওয়ার ফলে মারা প্রায় সাথে সাথেই মারা যান মোমিনা বিবি। এই ঘটনার ফলে নার্সিংহোম চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়, স্থানীয় সূত্রে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Advertisements

Leave a Reply