সমুদ্রে মাছ ধরেই রাতারাতি ঘুরে গেলো ভাগ্যের চাকা
HnExpress ২৮শে সেপ্টেম্বর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা ঃ সকাল সকাল এক অবিশ্বাস্য ঘটনা। আজ ভোর বেলায় দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের চকফুলডুবির সমুদ্রে ৫২ কেজি ওজনের একটি ভোলা মাছ ধরা পরে। সমুদ্র থেকে এত বড় একটা মাছ ধরেই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল একটি গরিব পরিবারের। জানা যায় যে, জাহাজের সাথে ধাক্কা লেগে বৃহৎ মাছটি সমুদ্রের পারের দিকে চলে আসে।
ঠিক সেই সময় এই বৃদ্ধা চকফুল্ডুবির সমুদ্রে মাছ ধরতে জাল পেতে ছিলেন। আর সেই জালে এসে ধরা দেয় পেল্লায়, বৃহৎ সাইজের ভোলা মাছটি। তারপর বৃদ্ধা মাছটিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলে তাঁর বাড়িতে দর্শকের ভীর জমে ওঠে। স্থানীয় সুত্রের খবর, বাজারে মাছটির বিক্রয় মূল্য মোট ৩ লক্ষ ৩০ হাজার ২০০ শো টাকা। আর ৬২০০ টাকা কিলো দরে বিক্রয় হয় সেই মাছটি। ফলে সত্যিই আজ ভাগ্যের চাকা ঘুরে গেল এবং দারিদ্রতা জীবনের গতি পেল।
বিঃদ্রঃ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়েনি।