December 11, 2024

গ্যাস সিলিন্ডারের মধ্যে মেশানো হচ্ছে জল, ধৃত অভিযুক্তরা

0
1560078560972.png
Advertisements

HnExpress রূপা বিশ্বাস ঃ অবশেষে ভেজাল প্রদানে বাদ গেলনা রান্নার গ্যাসও। গ্যাসের মধ্যে মেশানো হচ্ছিল জল, মানে গ্যাসেও ভেজাল। যদিও অবশেষে ধরা পড়ল এই ঘটনার মূল অভিযুক্তরা।

গোপন সূত্রে খবর পেয়ে, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর পরিচালনায় একটি বিশেষ দল এই ঘটনার ছয় জন অভিযুক্তকে পাকড়াও করে। এবং সেই সাথে গ্যাস সিলিন্ডার বোঝাই তিনটি গাড়িও উদ্ধার করেছে জেলা পুলিশ।।সূত্র অনুযায়ী, দীর্ঘদিন যাবৎ রান্নার গ্যাস সিলিন্ডারের মধ্যে জল মিশিয়ে সেগুলো বিভিন্ন জায়গায় চালান করা হচ্ছিল।

For further details or any queries Plz contact Us

কিন্তু ওজন অনুসারে নির্দিষ্ট গ্যাস না পাওয়ায় ক্রমশ অভিযোগ জানা ছিল গ্রাহকেরা। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যথাযথ উদ্যোগ নিয়ে তদন্ত শুরু করে। কিন্তু কিছুতেই সিলিন্ডারের মধ্যে গ্যাসের সাথে জল থাকার নির্দিষ্ট কোন প্রমাণপত্র পাচ্ছিল না পুলিশ। তবে
শেষমেশ একটি গোপন চক্রের খবর আসে জেলা পুলিশ সুপারের কাছে।

আর সেই খবর অনুসারে গত বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের বিশেষ বাহিনী নিয়ে অভিযান চালানো হয় পানিসাগর থানাধীন নোয়াগাঁও এবং রামনগর এলাকায়। সেই অভিযানে ছয় জন অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের মধ্যে ছিল, দেবেশ দাশ (২৪), ভবতোষ দাস (২৩), দিপু দাস (২০), পরিতোষ দাস (২২), নয়ন দাস (২৫) এবং প্রণজিৎ দাস (২৪)।

If U like publish any type of Advertisements, plz contact Us

তদন্ত অনুসারে জানা যায়, এদের বাড়ি শিলচর ও জারুলতলা এলাকায়। এই অভিযানে তিনটি সিলিন্ডার বোঝাই লরি আটক করা হয়েছে। তাদের সেইলর ইন নাম্বার – এস-১১সি-১৮০০, এ এস-১১সি সি-৮৪৭৯ এবং টি আর- ০১সি -১৮৬৬। প্রত্যেকটি লরির মধ্য থেকে ৩৬০ টি করে সিলেন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এই লরির মধ্যে ভর্তি সিলিন্ডার, খালি সিলিন্ডার সহ কর্ক এবং কার্টারও পাওয়া যায়।

তদন্ত অনুযায়ী সিলিন্ডার ভর্তি লরি গুলো গত বৃহস্পতিবার ভোরে পানিসাগর এলাকায় আসে।
এদিন পুলিশ সুপার জানিয়েছেন, অনেকদিন যাবৎ গ্রাহকদের থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে নিজেদের সোর্সকে কাজে লাগিয়ে পানিসাগর এলাকায় অভিযান চালাতে শুরু করি। সেই অভিযান এর জেরেই এই ঘটনার পান্ডারা ধরা পড়ে। তিনি আশা করছেন ধৃতদের কাছ থেকেই পাওয়া যাবে আরও বড় কোনো চক্রের সন্ধান।

Advertisements

Leave a Reply