March 21, 2025

গণধর্ষণের শিকার মধ্যমগ্রামের এক মাধ্যমিক পরীক্ষার্থী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম : এবারে গণধর্ষণের শিকার মধ্যমগ্রামের (Madhyamgram) এক মাধ্যমিক পরীক্ষার্থী। সেই ঘটনার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেলও করা হয় বলে জানা গেছে। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদাপল্লিতে। এর জেরে সারদাপল্লির মাঠপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে এলাকার একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। বাকি আরও যুবকের খোঁজে চলছে জোর খানাতল্লাশি।

প্রসঙ্গত, মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদাপল্লি মাঠপাড়ার বাসিন্দা ওই নির্যাতিতা ছাত্রীটি। অভিযোগ, দিনকয়েক আগে দুই যুবক তাকে ওই এলাকারই একটি ভাড়া বাড়িতে নিয়ে যায়। নির্যাতিতার দাবি, সেখানে তাকে ধর্ষণ (Gang Rape) করা হয়। আরেক যুবক ওই ঘটনার ভিডিও করে। ধর্ষণের কথা কাউকে বললে বা মুখ খুললে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে (Viral VDO) দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ। যদিও শুক্রবার রাতে ওই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েও পড়ে। ফলে বিষয়টি সবার সামনে চলে আসে।

স্থানীয় ওই দুই অভিযুক্ত যুবকের মধ্যে একজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের তরফে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে। এরপর পুলিশ এলাকায় যায় এবং তদন্ত শুরু করে। ওই আটক যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অপরদিকে দ্বিতীয় অভিযুক্ত এই ঘটনার পর থেকেই নিখোঁজ। তার খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। দুই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার পরিজন থেকে স্থানীয় বাসিন্দারা। আরজি কর কান্ডের পর (R G Kar Case) থেকেই যেন রাজ্যে অরাজকতা বিরাজ করছে। চারিদিকে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতির মত অপরাধ যেন বেড়েই চলেছে, আর আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অপরাধীরাও সাপের পাঁচ পা দেখেছে।

Advertisements

Leave a Reply