September 18, 2024

সুহেল ভাটের হ্যাটট্রিক, মোহনবাগানের দাপটের কাছে ছন্নছাড়া টালিগঞ্জ অগ্রগামী

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতক : এদিন মোহনবাগানের সবুজ মেরুন ঝড়ে ছন্নছাড়া হয়ে গেল টালিগঞ্জ অগ্রগামী। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে (Naihati Stadium) মোহনবাগান দাপট দেখিয়ে ৫-১ গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে চলে এলো। এদিন শুরু থেকে মোহনবাগান আক্রমণে গতি বাড়িয়ে প্রতিপক্ষ দলকে প্রায় কোণঠাসা করে রাখে। প্রথম পর্বে কোনও গোল হয়নি। তবে দ্বিতীয় পর্বে সবুজ মেরুন দলের ছক বদলে যায়।

মোহনবাগানের চাপের কাছে এলোমেলো হয়ে যায় টালিগঞ্জের রক্ষণভাগ। ৫১ মিনিটে প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোলে মোহনবাগান এগিয়ে যায়। তারপরে সবুজ মেরুন দলের চেহারা বদলে যায়। ৫৮, ৬৩ ও ৭০ মিনিটে পর পর তিনটি গোল করে হ্যাটট্রিক করে মোহনবাগানকে ৪-১ গোলে এগিয়ে দেন সুহেল ভাট। তারপরে নির্ধারিত সময়ে টালিগঞ্জ অগ্রগামীর শামিম গোল করে ব্যবধান কমান। সংযুক্ত সময়ে মোহনবাগানের সালাউদ্দিন গোল করে জয়কে (Winner) চিরস্থায়ী হিসেবে নিশ্চিত করে দেন।

Advertisements

Leave a Reply