২৬-এর ভোটে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল, বললেন সুপ্রিমো

HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা : আগামী বছর অর্থাৎ ২০২৬ -এ বাংলায় বিধানসভা নির্বাচন (Legislative Election)। সেই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড়। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল সরকার। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রত্যেকটি বিধায়ক।

এদিন মমতা আরও বলেন, “দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি। তাই দুই জায়গাতেই বিজেপি (BJP) জিতে গেছে বিনা লড়াইয়ে। তাই আসন্ন নির্বাচনে কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। তবে বাংলায় কংগ্রেসের তেমন কিছু নেই।
তাই আমরা একাই লড়ব। আমরা একাই যথেষ্ট। দুই তৃতীয়াংশের বেশি আসন পাব। আর আমরাই চতুর্থবার সরকার গড়ব, বললেন মমতা।” দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা। বলেন, “বিজেপি ভোটে জেতার জন্য ভিনরাজ্যের ভোটারদের নাম ভোটার তালিকায় তুলে দেবে। তাই অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে।”