February 17, 2025

প্রেমের প্রস্তাবে ‘না’ করায় পানীয়তে বিষ মিশিয়ে খুন কিশোরীকে

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : প্রেম করার জন্য একাধিকবার প্রস্তাব পায় দশম শ্রেণীর ছাত্রী। কিন্তু রাজি না হওয়ায় বিষক্রিয়ায় (Poison) মৃত্যু হলো তাঁর। পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খুনের অভিযোগে ধৃত আকাশ সামন্ত নামের এক যুবক। শুধু তাই নয়, মৃত ছাত্রীর আরেক বান্ধবীও ওই একই পানীয় খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে চন্ডিপুরে (Chandipur)। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে যে, মৃত কিশোরী চন্ডিপুরের একটি হাই স্কুলের (Chandipur High School) পড়ুয়া। আর অভিযুক্ত যুবক আকাশ সামন্ত পেশায় রাজমিস্ত্রির সহকারী শ্রমিক। বেশ কিছুদিন আগে মৃত কিশোরীর পাশের বাড়িতে কাজে গিয়েছিল যুবক। সেখানেই সে প্রেম করবার উদ্দেশ্য নানা রকম প্রলোভন দেখায় যুবক। বারে বারে প্রেমের প্রস্তাব দেয় কিশোরীকে। কিন্তু প্রত্যেকবারেই কিশোরী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

যুবক প্রেমে বার বার প্রত্যাখাত হয়ে বানিয়ে ফেলে মৃত্যুর ছক (Planning)। এদিন পাশের স্কুলে সরস্বতী পুজোর আমন্ত্রণ জানাতে যায় কিশোরী ও তাঁর বান্ধবী। ঠিক সেই সময় পথ আগলে ফের প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত যুবক। এরপর ওই যুবক নানা প্রলোভনে দুই কিশোরীকে পানীয় খাওয়ায় বলে অভিযোগ। তারপর বাড়ি ফিরেই দুইজনই চরম অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তাঁদের।

কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেদিনই দুজনকেই তমলুক জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা। রবিবার মৃত্যু হয় প্রেমের প্রস্তাব মেনে না নেওয়া কিশোরীর। অন্যদিকে এখনো চিকিৎসা চলছে আর এক বান্ধবীর। মৃত কিশোরীর বাবা যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন চন্ডিপুর থানায় (Chandipur Police Station)। অভিযোগের ভিত্তিতে সেই যুবককে গ্রেফতার করেছে পুলিস। চলছে তদন্ত।

#EastMedinipur #loveproposal

Advertisements

Leave a Reply