শিক্ষককে মারধরের অভিযোগ উঠল দুই ছাত্রের বিরুদ্ধে
HnExpress ভাস্কর বাগচি, মালদা ঃ স্কুল চলাকালীন জিতেন পাল নামে এক শিক্ষক দুই ছাত্র মুকেশ ও প্রদীপকে বকাবকি করেছিলেন। সেই আক্রোশ থেকেই সম্ভবত এদিন হঠাৎ করে চড়াও হয় শিক্ষকের উপর দুই গুণধর ছাত্র। সন্তানসম ছাত্রকে কোনও কারণবশত বকাবকি করায় শিক্ষকের কপালে জুটলো বেদম প্রহার। মালদার চাঁচলের হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের এই অমাানবিক
ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার স্কুল চলাকালীনই বিজ্ঞান শিক্ষক জিতেন পালের উপর ঝাঁপিয়ে পড়ে দুই ছাত্র মুকেশ শর্মা এবং প্রদীপ দাস। ওই শিক্ষকের কলার ধরে মাটিতে ফেলে তারা বেধড়ক মারতে শুরু করে। পরে অন্য শিক্ষকরা ছুটে এসে উদ্ধার করেন বিজ্ঞান এর শিক্ষককে। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, প্রহৃত হওয়া ওই শিক্ষক একটু কড়া প্রকৃতির মানুষ বটে। স্কুলে না আসার জন্য তিনি বকাবকি করেছিলেন মুকেশ ও প্রদীপকে, তবে কোনো ভাবেই তাদের প্রহার করার কোনো খবর নেই।
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
কিন্তু তবুও বকাবকির আক্রোশ থেকেই সম্ভবত তাকে মারধর করা হয়েছে বলেই এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের অনুমান। তবে আক্রমণকারী দুই ছাত্রই দাবী করেছেন যে তারা শিক্ষককে মারধোর করেননি। বরং ওই শিক্ষকই পুরনো কোনো রাগ থেকে তাদের এইভআচমকা মারধোর করতে শুরু করে। তারা বাধা দিতে গেলে ওই শিক্ষকের সাথে তাদেরও আঘাত লাগে।
যে দুইজন ছাত্রের বিরুদ্ধে শিক্ষককে মারার অভিযোগ উঠেছে তাদের মধ্যে মুকেশ শর্মার মা রেনুকা শর্মা হলেন বিজেপির একজন পঞ্চায়েত সদস্যা। তবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি এখনো অব্দি। মালদার শিক্ষা বিভাগের ডি আইয়েরও বক্তব্য মেলেনি। তবে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, স্কুলের কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হবে। শিক্ষককে মারধোর করার ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে তৃণমূল সমর্থক শিক্ষক।