March 21, 2025

BigUpdate শিশুর সাক্ষীও গ্রহণযোগ্য, মেয়ের সাক্ষ্যেই স্ত্রী খুনে স্বামীকে যাবজ্জীবন সাজা দিল সুপ্রিম কোর্ট—

0
Advertisements

HnExpress ব্যুরো রিপোর্ট  ঃ যে কোনও মামলায় শিশুদের সাক্ষ্য (Eye Witness) সাবালকদের মতোই সমান গুরুত্বপূর্ণ। ভারতীয় আইনে সাক্ষীর নির্দিষ্ট কোনও বয়সসীমার উল্লেখ করা নেই, একথা জানিয়ে এমনই ঘোষণা করলো দেশের শীর্ষ আদালত (Supreme Court)। মধ্যপ্রদেশের একটি খুনের মামলার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি মধ্যপ্রদেশে স্ত্রীকে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। সে সময় ঘরের মধ্যে উপস্থিত ছিল তাদের ৬ বছরের মেয়ে। যে নিজের চোখে মা’কে খুন করতে দেখে।

মামলা গড়ায় হাই কোর্ট অব্দি। কিন্তু জোড়ালো সাক্ষীর অভাবে স্বামীকে বেকসুর খালাস করে দেয় আদালত। ঘটনার প্রতক্ষ্যদর্শী হিসাবে তার ছয় বছরের শিশু কন্যার সাক্ষ্য গ্রহণ করেনি, সেই রাজ্যের উচ্চ আদালত। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মৃতার পরিবার। সুপ্রিম কোর্টে সেই মামলাটি ওঠে বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে (Division bench)। এবং সেই শিশুর সাক্ষীতেই বিচারপতির আদেশে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হলো স্ত্রী খুনে অভিযুক্ত স্বামীকে। এ এক নজীর বিহীন রায় দান দেশের শীর্ষ আদালতের।

Advertisements

Leave a Reply