রাজ্য সরকারের অভিনব উদ্যোগে শুরু সুন্দরবনের নদী বাঁধ সংস্কারের কাজ
HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবন এলাকায় বিপজ্জনক নদী বাঁধগুলির সংস্কার করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (State Government)। রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন সেচ ও জলপথ মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiyan)। সুন্দরবনের বিভিন্ন এলাকায় বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে নদী বাঁধগুলি। সেগুলি সারাতে বিশ্ব ব্যাংকের টাকায় সার্বিক একটি পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সুন্দরবনের ভৌগোলিক পরিবেশ ও অন্যান্য বেশ কিছু বিষয় মাথায় রেখেই সেখানকার ক্ষতিগ্রস্ত নদী বাঁধগুলির সংস্কারের কাজ করা হবে। সুন্দরবনের (Sundarbon) বিভিন্ন এলাকায় বিপজ্জনক বেশ কিছু নদী বাঁধ রয়েছে। যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিপজ্জনক নদী বাঁধগুলি সংস্কারে এর আগেও একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে।
তবে এবার চলতি বছরের বেশ কয়েকবার আন্তর্জাতিক প্রযুক্তিবিদদের (International Technicians) সঙ্গে করে সুন্দরবনের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত নদী বাঁধগুলি পরিদর্শন করেছেন রাজ্যের প্রতিনিধিরা। সুন্দরবনের পরিবেশগত নানা দিক খেয়ালে রেখেই ইকো-ফ্রেন্ডলি পদ্ধতিতে নদী বাঁধের সংস্কার করা হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি সুন্দরবন উন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, মৎস্য দপ্তরের সঙ্গে আলাদা করে আলোচনায় বসা হবে।
এর আগে আয়লা বাঁধ (Aila Dam) তৈরির ক্ষেত্রে যে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সেই অভিজ্ঞতা থেকেই সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদীবাঁধের সংস্কারের পরিকল্পনা করেছে রাজ্য। সেচমন্ত্রী মানস ভুঁইয়া আরও জানিয়েছেন যে, নদী পথ সংস্কারের কাজ যেমন চলবে ঠিক তেমনই বাঁধের ধারে ম্যানগ্রোভ (Mangrove) আরও বেশি করে লাগাতে হবে।
কৃষিকাজ এবং মৎস্য চাষের মাধ্যমে এলাকার বাসিন্দারাও যাতে জীবিকা অর্জনের সংস্থান করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে। ইতিমধ্যেই সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদীবাঁধ সংস্কারের কাজের জন্য রাজ্য মন্ত্রিসভা (State Cabinet Ministry) অনুমোদন দিয়েছে। মোটামুটিভাবে ২০৫০ কোটি টাকা ব্যায়ে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদীবাঁধের সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন সেচমন্ত্রী।