ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিল করলো রাজ্য সরকার, কিন্তু কেন?
HnExpress রাজ ঘোষাল, কলকাতা : ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ (Durando Cup Derby Match) বাতিল করলো রাজ্য সরকার। ডুরান্ড কাপের ডার্বি ঘিরে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে। ঠিক তখনই রাজ্যে সাম্প্রতিক পরিস্থিতির উপর বিচার করে এই ম্যাচ বন্ধ করা হয়। বিশেষ করে আরজি কর (RG Kar) কাণ্ডে রাজ্য রাজনীতি যখন দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও প্রতিবাদ ধিক্কার আর লজ্জার পরিবেশ সৃষ্টি করেছে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় ১৮ই অগাস্ট ২০২৪ এর ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ আপাতত বাতিল (Cancel)।
যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন অনেক মানুষের সমাগম হবে যার জন্য উপযুক্ত পুলিশী নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার, একথা ডার্বি ফুটবল কমিটিকে জানানো হয়েছে। ডুরান্ড কাপ যেহেতু আর্মি পরিচালিত একটি সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট, সেহেতু ডার্বি ম্যাচে (Derby match) বিশৃঙ্খলা তৈরি হলে রাজ্যের মুখ আরো পুড়বে, এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। আশঙ্কা করা হয়েছে আরজিকর কাণ্ডে যেভাবে রাজ্যে প্রতিবাদ ধিক্কার এবং মৌন মিছিল চলছে তাতে করে হয়তো ডার্বি ম্যাচেও প্রতিবাদের ঝড় দুই দলের সমর্থকদের মধ্যে উঠতে পারে।
সর্বভারতীয় ভাবে একটি বেসরকারি ফুটবল টেলিভিশন সত্তাধিকারী ব্রডকাস্টিংয়ে সম্প্রচারিত হবে। তাই এইরূপ প্রতিক্রিয়া এবং প্রতিবাদের ঝড় গ্যালারিতে উঠলে বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলের মধ্যে একটা অন্যরকম সমীকরণ তৈরি হতে পারে। ফুটবল মাঠে প্রতিবাদের ঝড় উঠতে পারে জাস্টিস ফর আরজি করের (Justice for RG Kar) জন্য, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ম্যাচের কোনরকম দায়িত্ব নেওয়া হবে না। এবং পাওয়াও যাবেনা পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা। তাই আপাতত ডার্বি ম্যাচ বাতিল করা হলো। কলকাতা থেকে সরে এই ম্যাচ জামশেদপুরে অনুষ্ঠিত হতে পারে বলে সূত্রের খবর। আজ সন্ধ্যায় যুব ভারতীর সামনে থেকে দুই দলের তরফে যৌথ প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।