April 26, 2025

শ্বশুরবাড়ি এসে আত্মহত্যা করল জামাই, ঘর থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ

0
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ পঞ্চ সায়র থানার পুলিশ শ্বশুরবাড়ি থেকেই উদ্ধার করল অরিজিৎ দত্ত নামে এক যুবকের ঝুলন্ত দেহ, এই ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।AND rbis  ঘটনাস্থল থেকে জানা গেছে অরিজিৎ ছিলেন পেশায় একজন অটোচালক, বুধবার রাতে সে কাজ সেরে শ্বশুর বাড়িতে আসেন।

রাতে খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে শুয়েও পড়েন। কিন্তু সকালে ঘরের দরজা অনেকক্ষণ ধরে না খোলায় পরিবারের লোকজনেরা চিন্তিত হয়ে তাদের প্রতিবেশীদের ডাকেন। যদিও ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি অরিজিতের। তারপরেই দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাঁকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার হয় দেহ, ময়না তদন্তের রিপোর্ট এলে তবেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কি। তবে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে এটি একটি আত্মহত্যার ঘটনা বলেই বোঝা যাচ্ছে, তবে কোনো সুইসাইড-নোট ঘর থেকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

এদিকে পরিবারের সূত্র থেকে জানা গেছে যে অরিজিতের বাজারে অনেক ধার দেনা হয়ে গেছিল, সেই কারণে কিছুদিন ধরে সে মানসিক অবসাদে ভুগছিল। তার থেকেই হয়েতো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানিয়েছে পরিবারের লোকজন।

তবে আদতেই যে এটা আত্মহত্যাই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সেই বিষয় খতিয়ে দেখে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisements

Leave a Reply