February 17, 2025

মাধ্যমিকের ফলপ্রকাশ, প্রথম দশে মালদহের ২১ জন পড়ুয়া

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, মালদহ : আজ মাধ্যমিকের ফল প্রকাশ পেলো। চলতি বছরের ফলাফলে রাজ্যের মোট ১১৮ জন পড়ুয়া প্রথম দশে আছে। সর্বাধিক ২১ জন আছে মালদা থেকেই। আবার সেই মালদার ১৩ জন পড়ুয়াই একটি নির্দিষ্ট স্কুলের ছাত্র, যার নাম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।

এবছর মাধ্যমিকের রেজাল্টে উজ্জ্বল মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রথম দশে মালদহের যে ২১ জন পড়ুয়া আছে, তাদের মধ্যে ১৩ জনই মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র।

শুধু তাই নয়, ওই স্কুলের এক পড়ুয়া এবার মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে আছে ওই স্কুলের চার পড়ুয়া। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং দশম স্থানে দু’জন করে পড়ুয়া আছে।

মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়াদের ফলাফল :



১) রিফাত হাসান সরকার: মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রাপ্ত নম্বর ৬৯১।

২) মহম্মদ সারওয়াজ ইমতিয়াজ: মাধ্যমিকে তৃতীয় হয়েছে। প্রাপ্ত নম্বর ৬৯০।

৩) মাহির হাসান: মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে সারওয়াজের সহপাঠী মাহিরও তৃতীয় স্থান অধিকার করেছে। প্রাপ্ত নম্বর ৬৯০।

৪) স্বরাজ পাল : স্বরাজও মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করেছে। প্রাপ্ত নম্বর ৬৯০।

৫) অর্ঘ্যদীপ সাহা : ৭০০-র মধ্যে এবার মাধ্যমিকে ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া।

৬) রায়হান আবেদিন: মাধ্যমিকে ষষ্ঠ হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।

৭) ঋদ্ধিশ দাস : মাধ্যমিকে ষষ্ঠ হয়েছে ঋদ্ধিশ। পেয়েছে ৬৮৭।

৮) শেষ আয়ান রশিদ : সপ্তম হয়েছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৬৮৬।

৯) মহম্মদ ফাহিম আনিস : সপ্তম হয়েছে ফাহিম। প্রাপ্ত নম্বর ৬৮৬।

১০) আরণ্য লাল : এবারের মাধ্যমিক পরীক্ষায় অষ্টম হয়েছে। প্রাপ্ত নম্বর ৬৮৫।

১১) দেবকুমার মিশ্র : মাধ্যমিকে অষ্টম হয়েছে দেবকুমার। সে ৬৮৫ নম্বর পেয়েছে।

১২) অনুব্রত ঘোষ : এবার মাধ্যমিকে দশম হয়েছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৬৮৩।

১৩) অঙ্কিত মণ্ডল : মাধ্যমিকে দশম হয়েছে। প্রাপ্ত নম্বর ৬৮৩।

Advertisements

Leave a Reply