December 11, 2024

মালদহ শহরের বাসিন্দারা উদযাপন করলো এক অন্য রকম বড়দিন

0
Image Editor Output Image 888307704 1640705175813.jpg
Advertisements



HnExpress নিজস্ব প্রতিনিধি, মালদহ ঃ যীশুর জন্ম দিবস উপলক্ষে শনিবার রাতে মালদহ শহরের ঘড়ি মোড় তথা বিহানী পেট্রল পাম্প সংলগ্ন জায়গায় আলোর রোশনায়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হল। প্রসঙ্গত, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে তথা মালদা জেলার অভিভাবক ও যুব তৃণমূলের পথ প্রদর্শক মালদা জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাসের পরিচালনায় শহরের ঘড়ি মোড় তথা বিহানী পেট্রল পাম্পের সামনে পবিত্র বড়দিন উপলক্ষে এক বিরাট সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল চন্দ্র বৈরাগ্য (চেয়ারম্যান উদ্বাস্তু সেল, রাজ্য তৃনমূল কংগ্রেস), মিমা ওয়াঙদি শেরপা (চেয়ারম্যান, শেরপা উন্নয়ন পর্ষদ), ডঃ মোয়াজ্জেম হোসেন (সহ সভাপতি, রাজ্য তৃনমূল কংগ্রেস) সহ
মালদহ জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, মালদহ জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক সাজু দেওয়ান, জিয়াউল মমিন ও আরোও অন্যান্য অতিথিবৃন্দ। করোনা মহামারীর জন্য গত দুবছর সারা পৃথিবী সহ দেশ জুড়ে এক প্রবল সংকটের মধ্য দিয়ে সকলেই চলেছেন।



কিন্তু তারই মাঝে মালদহ শহরের সকল মানুষদের আনন্দ দিতে ও মন ভালো রাখার নিরিখে বড়দিন উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে, রাতে সান্তাক্লজ এর টুপি পড়ে ও সান্তাক্লজের পোশাকের বেশে আবাল-বৃদ্ধ-বণিতার সমাগম ছিল চোখে পড়ার মতন। আর বলাই বাহুল্য, করোনা অতিমারির ভয় দূরে সরিয়ে রেখে মালদহ শহরের মানুষরা বড়দিন উপলক্ষে আনন্দ আবেগপ্রবণ মুহুর্ত কাটানোর জন্য অনুষ্ঠানের মধুর গানের মধ্য দিয়েই বড়দিনের রাত উপভোগ করার পাশাপাশি আলোর রোশনাইয়ের ছটায় গা ভাসিয়ে দিনটি কাটালেন।

Advertisements

Leave a Reply