শুরু হলো “বিশ্ববাংলা শারদ সম্মান” প্রতিযোগিতার প্রস্তুতিপর্ব

HnExpress অশোক সেনগুপ্ত, কলকাতা ঃ বাংলার দুর্গাপুজো ও কার্নিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বললেন, “এই পুজো বাংলাকে করে তুলেছে সাম্প্রদায়িক সম্প্রীতির একমাত্র ঠিকানা। এই “বিশ্ববাংলা শারদ সম্মান” প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র বিলি শুরু হয় গত বুধবার থেকে।
২০১৩ থেকে শুরু হয় “বিশ্ববাংলা শারদ সম্মান” প্রতিযোগিতা। কালে কালে বেড়েছে এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ। আস্তে আস্তে বেড়েছে এর কলেবর। ইন্দ্রনীলবাবু বললেন, “রেড রোড কার্নিভ্যালে ২০১৭-তে ৬৭টি পুজো এতে অংশ নিয়েছিল। গত বছর সংখ্যাটা ছিল ৭২। এবার আরও বাড়বে। চেষ্টা হবে বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে শিরোপা প্রাপ্তদের সবাইকেই সুযোগ করে দিতে।“
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৬২৮৯২৩৫০৭৬।
কলকাতা, বাংলা, বাংলার বাইরে এবং বিদেশে— বিভিন্ন ক্যাটাগোরিতে হয় এই প্রতিযোগিতা। শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মন্ডপ, শ্রেষ্ঠ ভাবনা, শ্রেষ্ঠ আলো, শ্রেষ্ঠ আবিষ্কার, শ্রেষ্ঠ পরিবেশবান্ধব, শ্রেষ্ঠ থিম সং, শ্রেষ্ঠ ঢাক, শ্রেষ্ঠ সাবেকি, শ্রেষ্ঠ সেরার সেরা— প্রভৃতি বিভাগে থেকে পুজোর উদ্যোক্তাদের স্বীকৃতি জানানো হবে।
এদিন ইন্দ্রনীলবাবু বলেন, মোট পাঁচ ধাপে হবে প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ে থাকবেন ৬৪ জন বিচারক। সমাজের বিভিন্ন পেশার প্রতিষ্ঠিতরা বিচার করবেন এই প্রতিযোগিতার। সাংবাদিক সম্মেলনে ছিলেন তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সচিব বিবেক কুমার, তথ্য অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায় প্রমুখ।