December 11, 2024

চিকিৎসক নিগ্রহ ধর্মঘটের জেরে বিনা চিকিৎসায় প্রাণ হারালেন রুগি, কান্নায় ভেঙ্গে পড়লো পরিবার

0
Img 20190612 Wa0078.jpg
Advertisements

HnExpress বাবলু প্রামাণিক, ক্যানিং ঃ ডাক্তার ধর্মঘটের জেরে মৃত্যুর মুখে ঢলে পড়লো বহু রুগি। কারণ দেখা নেই চিকিৎসকের। বহু হাসপাতাল ঘুরেও ঠাঁই হলো না কোথাও। শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই হার মানতে বাধ্য হল রুগি। এমনিই জল ছবি ভেসে উঠল ক্যানিংয়ে। মৃতার নাম শিখা গোমস্থা (৩১)। জীবনতলা থানার ঘুটিয়ার শরীফ বাঁশড়া অঞ্চলের বাসিন্দা শিখা দেবী।

For further details or any queries Plz contact Us.

পরিবার সূত্রে খবর, গুরুতর অসুস্থ অবস্থায় ঘুটিয়ারী শরীফ গ্রামীণ হাসপাতালে শীখা দেবী কে ভর্তি করে পরিবার। এবার অবস্থার আরও অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করে ক্যানিং মহকুমা হাসপাতালে। এরপর সেখানেই অবস্থার দ্রুত অবনতি হওয়ায়। কিন্তু ধর্মঘটের ফলে কোথাও কোনো চিকিৎসকের সাহায্য না পাওয়ায় ওঁনাকে স্থানান্তরিত করা হয় কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে।

If U like publish Any type of Advertisements Plz contact us.

সেখানে গিয়েও রুগি ভর্তি করতে পারেননি পরিবার। এরপর অসুস্থ রুগিকে নিয়ে কলকাতার বিভিন্ন হাসপাতালের দরজায় দরজায় ঘরে পরিবার। এদিকে অসুস্থ রুগিকে হাসপাতালের মধ্যে ঢুকতেই দেয়নি বিক্ষোভ কারীরা, এমনটাই অভিযোগ মৃতা রুগীর পরিবারের।

অসুস্থ রুগিকে কলকাতার কোনো হাসপাতালেই চিকিৎসা করাতে না পারায়, আবার ঘুরিয়ে রুগিকে ক্যানিং হাসপাতালে ফিরিয়ে আনে পরিবার। আজ চিকিৎসার অভাবেই পথে মারা যায় শিখা দেবী, এমনটাই দাবী পরিবারের।

Advertisements

Leave a Reply