যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেরাদুনের গভীর খাদে, নিহত ১৩
HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তরাখণ্ড ঃ যাত্রী বোঝাই এক মর্মান্তিক বাস দূর্ঘটনায় নিহত প্রায় ১৩ জন যাত্রী। রবিবার সকালে উত্তরাখন্ডের দেরাদুন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে তিউনি এলাকা দিয়ে যাওয়ার সময়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। আকস্মিক দূর্ঘটনার দরুন প্রায় ১৩ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় আরও ৪ জনকে চিতিৎসার জন্য নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চক্রতা থানার ওসি সতেন্দ্র ভাতি গণমাধ্যমকে জানান যে, এই দুঃখজনক ঘটনাটি উত্তরাখন্ড রাজ্যের রাজধানী দেরাদুনের তিউনির প্রত্যন্ত এলাকায় ঘটেছে। তবে পুলিশ প্রশাসন এবং এলাকার স্থানীয় উদ্ধারকারীদের স্বতঃস্ফূর্ত সহযোগীতায় বাকিদের উদ্ধার করার অভিযান এখনো অব্যাহত। পুলিশ সুত্রে পাওয়া খবর, এদিন বাসটি এই দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।
আর এতটাই গভীর খাদ ছিল যে বাসটি পড়ে যাওয়ার মুহুর্তের মধ্যেই সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় বলে স্থানীয় সুত্রের খবর। এখনো পর্যন্ত প্রায় ১৩ জন নিহতকে ও ৪ জন আহতকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।