জেলায় জেলায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, মৃতের পরিবারদের পাশে বিজেপির বিধায়কগণ
HnExpress নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ঃ গত পরশু বিকেল ৫টা নাগাদ প্রবলতম ঝড়বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতে মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত গোড়ামহল গ্রামের বাসিন্দা ২৬ বছরের শম্পা মন্ডলের। সুত্রের খবর, এদিন নিজের বাড়িতেই পানের বরোজের কাছে ত্রিপল ঢাকা দিতে যায় তিনি। আর ঠিক সেই সময় আচমকাই বাজ এসে পড়ে, তৎক্ষনাৎ মৃত্যু হয় তাঁর।
আজ মৃতের পরিবারকে সমবেদনা জানাতে বিজেপির বিধায়ক অশোক দিন্দা ছুটে যান তাদের বাড়িতে। পরিবারের সাথে দেখা করেন এবং সবরকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এছাড়াও মৃতা শম্পার সন্তানদের পড়াশুনোর যাবতীয় দায় দায়িত্ব তিনিই গ্রহণ করবেন বলে জানান।
অন্যদিকে, আজ নবগ্রামের সতীথান অঞ্চলের ডাবপুরেও বজ্রপাতে মৃত কিরণ রায়ের পরিবার এবং হুগলির নসীবপুর মোড়, সিঙ্গুর ব্লকের বাসিন্দা মৃতা সুস্মিতা কোলের পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। আর এছাড়াও বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার।