মেডিকেল ক্যান্সার চিকিৎসা পরিষেবার নয়া ঠিকানা নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে
HnExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : বারাসাতের নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে এই প্রথম চালু করা হলো অঙ্কোলজি পরিষেবা। ১৩ই মে ২০২৩ শনিবার মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এই কেমোথেরাপি ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠান পালন করা হয় নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল বিল্ডিংয়ে।
এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের মেডিকেল এবং ব্লাড ক্যান্সার বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও ডিরেক্টর ডঃ বিবেক আগরওয়ালা, মেডিকেল এবং হেমাটো অঙ্কোলজি বিভাগের কনসালট্যান্ট
বিশিষ্ট চিকিৎসক ডক্টর চন্দ্রকান্ত এমভি, সংস্থার ফ্যাসিলিটি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য সহ হাসপাতালের বিভিন্ন আধিকারিক ও কর্মীগণ।
কলকাতা যশোর রোডের নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল তাদের প্রথম ক্যান্সার চিকিৎসা পরিষেবা চালু করে। তার সাথে সাথেই অত্যাধুনিক কেমোথেরাপি ইউনিটের আজ উদ্বোধন করা হলো। এই মাইল ফলকটি স্থাপনের সঙ্গে সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা সংলগ্ন এলাকা গুলিতে রোগীদের কাছে পরিষেবা গুলি সম্প্রসারণ এবং ক্যান্সার উন্নতির চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সংবাদমাধ্যমকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বারাসাতের নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতালটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে তাদের উন্নত চিকিৎসার জন্য বরাবরই বিখ্যাত। আর এবারে তাদের এই মেডিকেল অঙ্কোলজি ক্যান্সার পরিষেবা এবং কেমোথেরাপির ইউনিট রোগী কেন্দ্রিক চিকিৎসা প্রধানের দিকে যে একটি বেশ বড়সড় পদক্ষেপ গ্রহণ করলো তা বলাই বাহুল্য।
ক্যান্সার বিশেষজ্ঞ ও স্বাস্থ্য বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের মেডিকেল অঙ্কোলজি বিভাগ বিভিন্ন ধরনের ক্যান্সারের নির্ভুল রোগ নির্ণয় এবং তার চিকিৎসার পরিকল্পনা থেকে শুরু করে রোগীর জন্য সম্ভাব্য এবং সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে সাধারণ মানুষের কাছে অঙ্কোলজি বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
এদিন এক সাংবাদিক বৈঠক করে নতুন উদ্বোধন করা কেমোথেরাপি ইউনিটের উচ্চ পর্যায়ের কেমোথেরাপি এবং হিমিউনোথেরাপিতে পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়। রোগী নিরাপত্তা, স্বচ্ছন্দ শারীরিক পরিস্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ করে হাসপাতালের লক্ষ্য কেমোথরাপির অভিজ্ঞতাকে আরো আশাবাদী করা।
তার পাশাপাশি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া কমানো ও থেরাপিউটিক কার্যকারিতা সর্বাধিক করা। তাই মেডিকেল অঙ্কোলজি পরিষেবাগুলি মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে ডক্টর বিবেক আগরওয়ালার নেতৃত্বে মেডিকেল অঙ্কোলজিস্টদের অভিজ্ঞ দলের তত্ত্বাবধানে অঙ্কোলজি ক্যান্সার যত্ন সর্বশেষ অগ্রগতি নিশ্চিত করবে বলেই আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।