March 21, 2025

হাড়হিম করা হত্যাকান্ড কেরলে, পরিবারের ৬ জনকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের—

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, কেরল ঃ কেরলে (Kerela) হাড়হিম করা হত্যাকাণ্ড, পরিবারের ৬ জনকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের। মা, প্রেমিকা, ভাই, দিদা, মামা ও মামিকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করলেন ২৩ বছরের এক যুবক! কেরলের তিরুঅনন্তপুরমে (Thiruvananthapuram) একটি থানায় নিজেই খুনের কথা জানান সেই যুবক।

পুলিশ সূত্রের খবর, পরিবারের যে ছয় জনের উপর হামলা চালান যুবক, তাদের মধ্যে পাঁচ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। একমাত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আততায়ীর মা। ঠিক এমন কী ঘটেছিল, যে এরকম নৃশংস হত্যাকান্ড (Murder) ঘটালো যুবক? আর হত্যা করার পর নিজেই আত্মসমর্পণ করলো! এর পিছনে কি এমন গভীর রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পারিবারিক বিবাদ স্পষ্ট হলেও, ঠিক কেন প্রেমিকা সহ নিজের গোটা পরিবারকে এমন নৃশংস ভাবে হত্যা করল এই যুবক, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় পুলিশের কাছে (What is the motive of murder)। এখন ময়নার তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে তদন্তকারী দল। পুলিশি কায়দায় জিজ্ঞসাবাদ করা হচ্ছে আরফানকে। কিছুটা সুস্থ হলেই তাঁর মায়ের বয়ানও নেওয়া হবে বলে জানিয়ে কেরল পুলিশ।

Advertisements

Leave a Reply